ভৈরবে বিপ্লব ও সংহতি দিবস পালিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৫২ পিএম, ৭ নভেম্বর,সোমবার,২০২২ | আপডেট: ০১:৩৬ এএম, ২ ডিসেম্বর,সোমবার,২০২৪
ভৈরব উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়। দিবসের কর্মসূচির মধ্যে ছিলো আলোচনা সভা ও দোয়া মাহফিল।
আজ সোমবার সকাল ১০ টায় ভৈরব কমলপুরস্ত বিএনপি অস্থায়ী কার্যালয়ে, উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা শুরু হয় হয়।
সভায় বক্তব্য রাখেন, হাজী আসমত কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক মো হামি, পৌর ছাত্রদলের সভাপতি হিসাম রহমা, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফ মোঃ ফরহাদ, স্বেচ্ছাসেবক দল পৌর শাখার আহবয়াক সাজ্জাদ হুসেন মামুন পৌর যুবদলের সদস্য সচিব যোবায়ের আল মাহমুদ আফজাল, পৌর যুবদলের আহবায়ক হানিফ মাহমুদ, স্বেচ্ছাসেবক দল উপজেলা শাখার সদস্য সচিব আরিফুল হক সুজন, জৈষ্ট যুগ্ম আহবায় আরমান হুসেন চঞ্চল, পৌর শ্রমিক দলের সভাপতি সিয়াম মিয়া, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ মোবারক হুসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব ও ভৈরব উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আল মামুন, উপজেলা যুবদলের আহবায়ক দেলোয়ার হুসেন সুজন, পৌর ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি বরকত উল্লাহ, ৭ নং ওয়ার্ড সভাপতি আলী হুসেন, ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী মোঃ ইসমাইল শিবপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউনিয়ন চেয়ারম্যান মলু হুসেন, শিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শাহআলম সাধারণ সম্পাদক আক্তার হুসেন,শিমুলকান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন শ্রীনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মোশাররফ হুসেন, আগানগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুতি মিয়া, সভাপতি আবুল বাসার, ভৈরব উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক সোহেলুর রহমান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মাছুম বিল্লাহ, উপজেলা বিএনপির সাধারণত সম্পাদক আরিফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি ও ভৈরব পৌর সভার সাবেক চেয়ারম্যান হাজী মোঃ শাহীন।
প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম। সভা পরিচালনার দায়িত্বে ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক ভিপি মজিবুর রহমান।
আলোচনা সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার শান্তি কামনা করে দোয়া করানো হয়। দোয়া করান যুবদল নেতা মামুন।