ভোলায় ছাত্রদল নেতা নূরে আলমকে হত্যার প্রতিবাদে সাভারে ছাত্রদলের মশাল মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৩৬ পিএম, ৫ আগস্ট,শুক্রবার,২০২২ | আপডেট: ১১:৪৮ পিএম, ৯ নভেম্বর,শনিবার,২০২৪
ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নূরে আলমকে গুলি করে হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সাভারে মশাল মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা জেলা উত্তর ছাত্রদল আহবায়ক মোহাম্মদ তমিজ উদ্দিনে নেতৃত্বে মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়।
সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে এ মশাল মিছিলে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের বিভিন্ন ইউনিটের কয়েক'শ নেতাকর্মী অংশ নেয়। পরে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যেদিয় বিক্ষোভ মিছিল শেষ হয়।
এ সময় থেকে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের আহবায়ক মোহাম্মদ তমিজ উদ্দিন বলেন, ভোলা জেলা ছাত্রদলের সভাপতি শহীদ নূরে আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা শহীদ আব্দুর রহিম ভাইয়ের রক্ত বৃথা যেতে দিবনা।
অচিরেই প্রতিটি বুলেটের ন্যায্য জবাব দেওয়া হবে ছাত্রদলের নেতৃত্বে। আমরা ঢাকা জেলা ছাত্রদল উত্তর আগামীর রাষ্ট্র নায়ক,কোটি তারুণ্যের অহংকার, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে রাজপথে রয়েছি। বুকের শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও শহীদ নূরে আলম ভাই হত্যার বদলা নেওয়া হবে বলে হুশিয়ারি দেন তিনি ।