ছাত্রদলের কর্মসূচীতে পুলিশ-আ'লীগের হামলার প্রতিবাদ জানিয়েছে ঢাকা উত্তর বিএনপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৪৯ পিএম, ৭ ফেব্রুয়ারী,সোমবার,২০২২ | আপডেট: ০৮:২৬ এএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
গতকাল রবিবার (৬ ফেব্রুয়ারী) ঢাকা মহানগর উত্তর রুপনগর ও কাফরুল থানায় জাতীয়তাবাদী ছাত্রদল পশ্চিম এর উদ্যোগে সম্পূর্ণ ঘরোয়া পরিবেশে শান্তিপূর্ণভাবে কর্মীসভা চলাকালে পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীরা হামলা চালায়। হামলায় কর্মীসভা পন্ড হয়ে যায়। আইন শৃঙ্খলা বাহিনী ও আওয়ামী সশস্ত্র সন্ত্রাসীদের হামলায় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক সাঈফ মাহমুদ জুয়েল, ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিমের আহবায়ক মহসিন সিদ্দিকী রনি ও সদস্য সচিব আশরাফুল হোসেন মামুন গুরুতর আহত হয়। এছাড়া গতকাল সন্ধ্যায় বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি'র সদস্য সচিব রফিকুল আলম মজনুকে অন্যায়ভাবে গ্রেফতার করে পুলিশ। নেতাকর্মীদের ওপর পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের এই বর্বরোচিত ও ন্যাক্কারজনক হামলা এবং নেতাকর্মীদেরকে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপি'র আহবায়ক, সাবেক মন্ত্রী ও ডাকসু'র সাবেক ভিপি জনাব আমান উল্লাহ আমান এবং ঢাকা মহানগর উত্তর বিএনপি'র সদস্য সচিব জনাব আমিনুল হক।
আজ সোমবার দপ্তর সম্পাদক এ বি এম এ রাজ্জাক স্বাক্ষরিত এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, "বিনা উস্কানিতে পুলিশের এই হামলা নিঃসন্দেহে কাপুরুষোচিত। বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ওপর পুলিশী হামলা চলমান ভয়াবহ দুঃশাসনের নিরবচ্ছিন্ন অংশ। আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী নেতাকর্মীদের ওপর বর্তমান সরকারের পরিকল্পিত হামলা ও গ্রেফতার-নির্যাতনের মধ্য দিয়ে বিরোধী দল নিশ্চিহৃ করার অভিযানে এক অমানবিক পরিস্থিতি সৃষ্টি করে দেশকে ঠেলে দিয়েছে এক ভয়ঙ্কর শুন্য গহব্বরে। মনে হয় অলিখিত সরকারী ফরমান জারি করে যেন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর হামলা চালানোর লাইসেন্স দেয়া হয়েছে পুলিশকে। বিএনপি নেতাকর্মীদের কোথাও কোন নিরাপত্তা নেই। যেকোন স্থানে, যেকোন অবস্থায় দিনরাত্রি তাদের ওপর নেমে আসে হামলা আর গ্রেফতারের খড়গ। বিএনপি-কে ধ্বংস করার জন্য সরকার নানামূখী অপচেষ্টা চালাচ্ছে যাতে রাষ্ট্রীয় অন্যায়, অত্যাচার ও জুলুমের বিরুদ্ধে বিএনপি নেতাকর্মীরা রুখে দাঁড়াতে না পারে। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি'র সদস্য সচিব রফিকুল আলম মজনুসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরকে গ্রেফতার এবং তাদের ওপর হামলার মাধ্যমে আবারো প্রমাণিত হলো যে, বর্তমান সরকার গণতন্ত্র ও মৌলিক মানবাধিকারের বিপক্ষে, এরা পৃথিবীর নিষ্ঠুর স্বৈরশাসকদেরই পথে হাঁটছে। সরকার যদি জুলুমের পথ থেকে সরে না দাঁড়ায় তাহলে জনগণের ক্রোধ থেকে তারা কখনোই রেহাই পাবে না। আমরা অবিলম্বে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি'র সদস্য সচিব রফিকুল আলম মজনুসহ গ্রেফতারকৃত নেতাকর্মীদের নি:শর্ত মুক্তির জোর দাবি জানাচ্ছি।"