সুনামগঞ্জে সাবেক প্রতিমন্ত্রী ডাঃ মুরাদের মামলা খারিজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:০২ পিএম, ২০ ডিসেম্বর,সোমবার,২০২১ | আপডেট: ০৭:১৩ এএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
সুনামগঞ্জে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসানের বিরুদ্ধে আদালতে দায়ের করা মামলার আবেদন খারিজ করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।
আজ সোমবার দুপুরে আদালত সূত্রে জানা গেছে, গতকাল রবিবার (১৯ ডিসেম্ভর) বিকেলে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসানসহ ২জনের বিরুদ্ধে আদালতে দায়ের করার মামলার আবেদনটি খারিজ করে দেন বিজ্ঞ বিচারক। এর আগে দুপুরে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক আব্দুল হক বাদী হয়ে সুনামগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আব্দুর রহিমের আদালতে এই মামলাটি দায়ের করেছিলেন।
খারিজকৃত মামলা সূত্রে জানা যায়- গত ১ ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ, নারী বিদ্বেষী এবং নারীর জন্য মর্যাদাহীনকর ভাষা ব্যবহার করে একটি স্বাক্ষাতকার দেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান। যার মাধ্যমে তিনি বাংলাাদেশের সংবিধানের ১৪৮ নং অনুচ্ছেদের তৃতীয় তফশীল অনুযায়ী সাংবিধানিক শপথ গ্রহণ করেছিলেন তা লঙ্গন করেন।
এই মামলায় আরো উল্লেখ করা হয়েছিল- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানের বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ এবং প্রচারের মাধ্যমে দেশের রাজনৈতিক সম্প্রদায়ের মধ্যে শক্রতা, ঘূণা, বিদ্বেষ ও সাম্প্রদায়িক অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করেছেন সাবেক প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান।
এঘটনার প্রেক্ষিতে জিয়ার পরিবার ও নারী সমাজের প্রতি অবমাননা করা হয়েছে বলে দাবী তুলে মানহানীসহ বিভিন্ন অভিযোগ এনে সদ্য পদত্যাগকারী তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান ও সাক্ষাতকার গ্রহণকারী মহিউদ্দিন হেলাল নাহিদকে আসামী করে আদালতে মামলাটি দায়ের করা হয়।
এব্যাপারে সুনামগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এডভোকেট মাশুক আলম সাংবাদিকদের বলেন- ন্যায় বিচারের আশায় আদালতে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসানসহ ২জনের বিরুদ্ধে মামলার আবেদন করেছিলাম। কিন্তু সে মামলাটি বিজ্ঞ আদালত খারিজ করে দিয়েছেন। কিন্তু মামলাটি গ্রহণ করার মতো পর্যাপ্ত তথ্য ছিল। তারপরও আদালত মামলাটি আমলে না নেওয়ার কারণে আমরা ন্যায় বিচার পেলাম না। এজন্য আমরা মর্মাহত।