কেশবপুরে বিপ্লব ও সংহতি দিবস পালিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:১০ এএম, ৮ নভেম্বর,সোমবার,২০২১ | আপডেট: ০৩:৫৪ পিএম, ১৬ নভেম্বর,শনিবার,২০২৪
যশোরের কেশবপুর থানা ও পৌর বিএনপির আয়োজনে ৭ নভেম্বর মহান জতীয় বিপ্লব ও সংহতি দিবস বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। এ উপলক্ষে আজ রবিবার দলীয় কার্যালয়ে সকাল ৭ টায় জতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বেলা ১১টায় আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আলোচনা সভার সভাপতি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব আবুল হোসেন আজাদ। এছাড়া বক্তব্য রাখেন থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মশিয়ার রহমান, পৌর বিএনপি নেতা শেখ শহিদুল ইসলাম, বিএনপি নেতা রেজাউল ইসলাম, সাগরদাঁড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি মাষ্টার আমানত আলী, গৌরিঘোনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওমেদ আলী, বিএনপি নেতা মনিরুজ্জামান অসীম. আলমগীর কবির বিশ্বাস, যুবদল নেতা আলমগীর সিদ্দিক, আব্দুল হালিম অটল, মেহেদী হাসান শিপন, ছাত্রদল নেতা মুস্তাফিজুর রহমান, ফরহাদ হোসেন, রকিবুল, সরোয়ার, সোলাইমান।
এ সময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা পৌর কাউন্সিলর আফজাল হোসেন বাবু, রেজাউল ইসলাম, বাবর আলী গাজি, গোলাম মোস্তফা বাবু, কামরুজ্জামান লিটন, আকরাম খান, শেখ রুবেল, আরিফ বিল্লাহ, শফিকুল ইসলাম, আব্দুল হালিম, হাবিবুর রহমান হাবু, আকবর হোসেন, আব্দুস সালাম, যুবদল নেতা মেহেদী হাসান বিশ্বাস, ওলিয়ার রহমান, ইয়াছিন প্রমূখসহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।