পুঠিয়ায় পর্নগ্রাফি আইনে যুবলীগ নেতার বিরুদ্ধে মামলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৪১ এএম, ৩ অক্টোবর,রবিবার,২০২১ | আপডেট: ০১:০৫ পিএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
পুঠিয়া যুবলীগের সাধারণ সম্পাদক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সুমনুজ্জামান সুমনের বিরুদ্ধে পর্নগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পরে হুমকির মুখে গৃহহারা এক নারী। তিন দিন ঘোরার পরে গত ২৯ সেপ্টেম্বর এই মামলা রেকর্ড করা হয়। সংখ্যালঘু পরিবারের ওই নারী মামলা করার পর থেকে হুমকির মুখে রয়েছেন। এ বিষয়ে রাজশাহীতে কর্র্মরত মানবাধিকার সংগঠনগুলো উদ্বেগ জানিয়েছে।
আজ শনিবার সকাল থেকে দফায় দফায় ফোন করে মামলা তুলে নিতে চাপ দেয় আসামি সুমনের বাবা বদিউজ্জামান। তিনি বেলপুকুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান।
ওই নারী জানান, তার স্বামী মাদকাসক্ত। অত্যাচার সহ্য করতে না পেরে তার বাবার বাড়ি পুঠিয়ায় চলে আসেন। তিনি মাস্টার রোলে পুঠিয়া পৌরসভায় কাজ করেন। দুই বছর আগে সুমনের সাথে তার সম্পর্ক হয়। তাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে কয়েক দফায় সাত লাখ টাকা নেয়। আরো টাকার জন্য চাপ দেয়। এসময় টাকা না দিলে তার সাথে শারীরিক সম্পর্কের ভিডিও ও স্থির চিত্র ছড়িয়ে দেয়া হবে বলে হুমকি দেয়। এ প্রেক্ষাপটে গত ২৯ সেপ্টেম্বর পুঠিয়া থানায় মামলা দায়ের করেন। এ বিষয়ে রাজশাহী জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন বলেন, তিনি এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য পুঠিয়া থানার অফিসার ইনচার্জকে বলেছেন।