জয়পুরহাটে জেলা ছাত্রদলের সভাপতি সহ ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৫৬ এএম, ৪ জুন,শুক্রবার,২০২১ | আপডেট: ১২:১০ এএম, ১৬ নভেম্বর,শনিবার,২০২৪
জয়পুরহাটের জেলা ছাত্রদলের সভাপতি মামুমুনু রশিদ প্রধান সহ ৭ ছাত্র নেতাকে নাশকতার মামলায় গ্রেফতার করেছে জয়পুরহাট সদও থানা পুলিশ।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা বিএনপির অফিস থেকে ৭ নেতাকে গ্রেফতার করা হয়। জেলা বিএনপির যুগ্ন আহবায়ক মাসুদ রানা প্রধান জানান যে, ঢাকা বিশ্ব বিদ্যালয়ে ছাত্রদলের উপর হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে জেলা কার্য্যালয়ে প্রতিবাদ সমাবেশ চলাকালে পুলিশ এসে হঠাৎ লাঠিচার্জ করে ছাত্রদলের সভাপতি মামুন প্রধান ও আরও ৬জন নেতাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
জয়পুরহাট সদও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর জাহান ৭ নেতাকে গ্রেফতার নিশ্চিৎ করেছেন। তিনি জানান যে, তাদের বিরুদ্ধে নাশকতার মামলা থাকায় তাদের কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো ১-নতুন হাট সরদার পাড়ার সাবেক এমপি মরহুম মোজাহার আলী প্রধানের পুত্র মামুনুর রশীদ সভাপতি জেলা ছাত্রদল, আদর্শপাড়ার বাবুল হোসেনের পুত্র পিয়াস আহম্মেদ সদস্য সচিব, জয়পুরহাট কলেজ শাখা, বিশ্বাসপাড়া মতিয়র রহমানের পুত্র আশফাকুর রহমান পাপন, সাখিদার পাড়ার আমজাদ হোসেনের পুত্র আতিকুর রহমান সোহাগ, আদর্শ পাড়ার রফিকুল ইসলামের পুত্র হাসান আহম্মেদ রন্জু, আদর্শপাড়ার আলতাফ হোসেনের পুত্র সোরহাব।
ওসি জানান তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।