ওসিসহ ৫ পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৪৫ এএম, ১৮ নভেম্বর,
বুধবার,২০২০ | আপডেট: ০৬:২২ পিএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
রাজধানীর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) ৫ পুলিশ সদস্যের বিরুদ্ধে আদালতে চাঁদাবাজির মামলা করেছেন এক ব্যবসায়ী।
আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকা মহানগর হাকিম আবু সুফিয়ান মো. নোমানের আদালতে মামলাটি করেন মো. রহিম নামে ওই ব্যবসায়ী। বাদীর জবানবন্দি গ্রহণের পর এ বিষয়ে পরে আদেশ দেয়া হবে বলে জানান আদালত।
মামলার অন্য আসামিরা হলেন- কোতোয়ালী থানার উপপরিদর্শক (এসআই) আনিসুল ইসলাম, সহকারী উপপরিদর্শক (এএসআই) খায়রুল ইসলাম ও শহিদুল ইসলাম এবং পুলিশের সোর্স দেলোয়ার হোসেন। মামলায় অজ্ঞাত আরো তিনজনকে আসামি করা হয়েছে।