বিএফইউজের নবনির্বাচিত সভাপতি এম আবদুল্লাহ মহাসচিব নুরুল আমিন রোকন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:১৯ এএম, ১৬ নভেম্বর,সোমবার,২০২০ | আপডেট: ০৪:২৯ পিএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) দ্বিবার্ষিক নির্বাচনে বর্তমান মহাসচিব এম আবদুল্লাহ সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। বিনাপ্রতিদ্বন্দ্বিতায় মহাসচিব হয়েছেন বিদায়ী সিনিয়র সহসভাপতি নুরুল আমিন রোকন।
শনিবার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
ইভিএমে ভোট গণনার পর ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনের চেয়ারম্যান কায়কোবাদ মিলন। বেলা ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। এর আগে সকাল ৯টায় দ্বিবার্ষিক কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। এম আবদুল্লাহ প্যানেল থেকে সভাপতি ও মহাসচিবসহ ১০ জন এবং রুহুল আমিন গাজীর নেতৃত্বাধীন প্যানেল থেকে একটি সহসভাপতি পদসহ ৯ জন প্রার্থী বিজয়ী হয়েছেন। সভাপতি পদে এম আবদুল্লাহ পেয়েছেন ১৫৯ ভোট। প্রতিদ্বন্দ্বী রুহুল আমিন গাজী পেয়েছেন ১৫০ ভোট। মোট ৩২৮ জন ভোটারের মধ্যে ৩১৪ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন। সারাদেশের ১২টি অঙ্গ ইউনিয়ন থেকে প্রতি দশ জনে একজন কাউন্সিলর নির্বাচন করে পাঠানো হয়েছে। গঠনতন্ত্র অনুযায়ী তারাই চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন।