ইরফান সেলিম ও তার দেহরক্ষীর ৩ দিনের রিমান্ড মঞ্জুর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:২৯ এএম, ২৯ অক্টোবর,বৃহস্পতিবার,২০২০ | আপডেট: ০৪:১১ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
নৌবাহিনীর এক কর্মকর্তাকে মারধর ও হত্যাচেষ্টার মামলায় প্রধান আসামি ইরফান সেলিম ও তার দেহরক্ষী মোহাম্মদ জাহিদকে জিজ্ঞাসাবাদের জন্য ৩ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত।
আজ বুধবার ২৮ অক্টোবর দুপুর পৌনে একটার দিকে ঢাকা অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর এ আদেশ দেন। এদিন রাষ্ট্রপক্ষে আব্দুল্লাহ আবু ও আজাদ রহমান প্রমুখ রিমান্ডের পক্ষে শুনানি করেন। অপরদিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে শুনানি করেন।
মঙ্গলবার মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি থানার পরিদর্শক (নিরস্ত্র) আশফাক রাজীব হায়দার দুই আসামিকে গ্রেফতার দেখানোসহ এ রিমান্ড আবেদন করেন। আদালত আবেদনের ওপর শুনানির জন্য বুধবার দিন ধার্য করেছিলেন।
মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে গত ২৬ অক্টোবর ভোরে নৌ-বাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট ওয়াসিফ আহমেদ খান বাদী হয়ে ধানমন্ডি থানায় একটি মামলা দায়ের করেন।এছাড়া সোমবার ২৬ অক্টোবর দিবাগত রাত সাড়ে তিনটার দিকে টাঙ্গাইল থেকে ইরফান সেলিমের ব্যক্তিগত কর্মকর্তা এ বি সিদ্দিকী দিপুকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। দিপু এই মামলার অন্যতম আসামি। তাকে মঙ্গলবার ২৭ অক্টোবর আদালতে উপস্থিত করে তদন্ত কর্মকর্তা জিজ্ঞাসাবাদের অনুমতি চাইলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, রোববার ২৫ অক্টোবর সন্ধ্যার পর রাজধানীর কলাবাগান এলাকায় হাজী সেলিমের গাড়ি থেকে নেমে নৌবাহিনীর একজন কর্মকর্তা লেফটেন্যান্ট ওয়াসিফ আহমেদ খানকে মারধরের ঘটনা ঘটে। এ ঘটনায় সোমবার ধানমন্ডি থানায় একটি মামলা দায়ের করেন ওয়াসিফ। মামলায় হাজী সেলিমের ছেলে ইরফান সেলিম, প্রোটকল অফিসার এ বি সিদ্দিক দিপু, মোহাম্মদ জাহিদ ও মিজানুর রহমানের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও তিন জনকে আসামি করা হয়েছে।