হাজারীবাগে ময়লার বালতি থেকে একটি শিশুর মরদেহ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:১৩ পিএম, ২০ অক্টোবর,মঙ্গলবার,২০২০ | আপডেট: ০৯:৫৭ পিএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
রাজধানীর হাজারীবাগে ময়লার বালতি থেকে একটি শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির বয়স আনুমানিক দুই বছর। প্রাথমিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।
মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে হাজারীবাগ থানার ৫৩ এনায়েতগঞ্জ লেনের একটি বাসার সামনের ময়লার বালতি থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজিদুর রহমান জানান, ময়লার বালতিতে শিশুর মরদেহ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে।
প্রাথমিক তদন্তের কাজ শেষে শিশুটির মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হবে বলে জানান ওসি। ওসি সাজিদুর রহমান বলেন, ধারণা করা হচ্ছে বাইরে থেকে হত্যা করে কেউ শিশুটিকে ফেলে রেখে যেতে পারে।