সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রশিবির সম্মেলন, শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৪৫ পিএম, ৩১ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪ | আপডেট: ০১:৫২ এএম, ৪ জানুয়ারী,শনিবার,২০২৫
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৫ সেশনের জন্য কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হয়েছেন জাহিদুল ইসলাম। সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনীত হয়েছেন নুরুল ইসলাম সাদ্দাম। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রশিবিরের ‘কেন্দ্রীয় সদস্য সম্মেলন-২০২৪’ তাদের নাম ঘোষণা দেয়া হয়।
জাহিদুল ইসলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এইচআরএম বিভাগে এমবিএ অধ্যয়ন করছেন। এরআগে তিনি সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি ২০২৩ সালে কেন্দ্রীয় দপ্তর সম্পাদক, ২০২২ সালে কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক, ২০২১ সালে কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক, ২০২০ সালে কেন্দ্রীয় আন্তর্জাতিক ও বির্তকবিষয়ক সম্পাদক, জুলাই ২০১৯ থেকে ডিসেম্বর ২০১৯ পর্যন্ত নারায়ণগঞ্জ মহানগর সভাপতি ও জুন ২০১৮ থেকে জুন ২০১৯ পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় সভাপতির দায়িত্ব পালন করেছেন।
নুরুল ইসলাম সাদ্দাম এরআগে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করেন। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে উদ্যোক্তা অর্থনীতিতে পোস্ট-গ্র্যাজুয়েট ডিপ্লোমায় পড়াশুনা করছেন।
দুপুরের পর ছাত্রশিবিরের সম্মেলন থেকে তারা কেন্দ্রীয় শহীদ মিনারে ‘মার্চ ফর ইউনিটি’ সমাবেশে জড়ো হয়েছেন।
‘মার্চ ফর ইউনিটি’ সমাবেশে জড়ো হয়েছেন হাজারো মানুষ।
বেলা তিনটার দিকে অনুষ্ঠানে বিগত আওয়ামী লীগ সরকারের বিভিন্ন দুর্নীতি নিয়ে একটি তথ্যচিত্র প্রদর্শন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
এরপর মঞ্চ থেকে স্লোগান শুরু হয়।
বিকেল চারটার দিকে এক মিনিট নীরবতা পালন করা হয়।
পরে একজন শহীদের বাবার বক্তব্যের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়।