জাতীয় পার্টির কার্যালয়ের সামনে পুলিশের সতর্ক পাহারা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৪৩ পিএম, ২ নভেম্বর,শনিবার,২০২৪ | আপডেট: ০৪:৫২ পিএম, ৫ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। ওই এলাকায় কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। দলটির নেতাকর্মী বা অন্য কাউকে সেখানে ভিড়তে দেয়া হচ্ছে না।
এর আগে আজ শনিবার দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার ঘোষণা দিয়েছিলো জাতীয় পার্টি। অন্যদিকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার পক্ষ থেকে তা প্রতিহত করার ঘোষণা দেয়া হয়। এমন পরিস্থিতিতে শুক্রবার ঢাকা মহানগর পুলিশ ওই এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করে। পরে দুই পক্ষই কর্মসূচি স্থগিত করার কথা জানায়।
সরেজমিনে দেখা যায়, সকাল থেকে বিপুল সংখ্যক পুলিশ জাতীয় পার্টি কার্যালয়ের সামনে ও আশেপাশের এলাকায় অবস্থান নিয়েছে। উৎসুক লোকজন সেখানে ভিড় জমানোর চেষ্টা করলে পুলিশ তাদের সরিয়ে দিচ্ছে।
কর্তব্যরত পুলিশ সদস্যরা জানান, অনাকাঙ্খিত ঘটনা এড়াতে তারা নিরাপত্তা জোরদার করেছেন।
দিনকাল/এসএ