কারওয়ান বাজারে পাঁচ সবজি বিক্রেতাকে জরিমানা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:২১ পিএম, ১২ অক্টোবর,শনিবার,২০২৪ | আপডেট: ১১:৪০ পিএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
কারওয়ান বাজারের সবজি বিক্রেতাদের ট্রেড লাইসেন্স না থাকা, পণ্য ক্রয়ের রশিদ না থাকা ও বেশি মূল্যে সবজি বিক্রি করায় পাঁচ দোকানদারকে ৮৮ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা সংরক্ষণ অধিদফতর।
আজ শনিবার সকালে ভোক্তার সহকারী পরিচালক মো. আবদুস সালামের নেতৃত্বে একটি মনিটরিং টিম কারওয়ান বাজারের সবজি বাজারে অভিযান চালায়।
আবদুস সালাম বলেন, ৮-১০ হাত ঘুরে কারওয়ান বাজারে সবজি আসছে। এতে প্রতি ক্ষেত্রে ৮ টাকা করে দাম বেড়ে যাচ্ছে। সেই হাতগুলো কমাতে কাজ করছে ভোক্তা অধিদফতর।
এছাড়া নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে চাল, ডালসহ মুরগির বাজারেও পর্যায়ক্রমে অভিযান চালানো হবে বলে জানান তিনি। এছাড়া বিক্রেতাদের পণ্য ক্রয়ের রশিদ রাখার পরামর্শ দেয়া হয় অভিযানে।
দিনকাল/এমএইচআর