যুবদলের পরিচয়ে দোকান দখল করতে গিয়ে শ্রমিক লীগ নেতা আটক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:০১ পিএম, ৬ সেপ্টেম্বর,শুক্রবার,২০২৪ | আপডেট: ০৯:৪৫ এএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
রাজধানীর মিরপুর-১ নম্বর চিড়িয়াখানা এলাকায় যুবদলের নাম ব্যবহার করে একটি দোকান দখল করতে গিয়ে আওয়ামী শ্রমিক লীগের এক নেতা হাতেনাতে আটক হয়েছেন ।
গতকাল বৃহস্পতিবার রাতে তাকে আটক করেন মহানগর উত্তর যুবদলের নেতারা। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।
আটককৃত শ্রমিক লীগ নেতা হলেন সোহেল রানা । সে উত্তর সিটির ৯৩ নং ওয়ার্ড শ্রমিক লীগের সদস্য।
মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ জানান, রাত ৯টার দিকে আমার কাছে খবর আসে মিরপুর-১ নম্বর চিড়িয়াখানা এলাকায় এক লোক যুবদলের পরিচয়ে দোকান দখল করছে। সঙ্গে সঙ্গে আমি ঘটনাস্থলে গিয়ে লোককে হাতেনাতে আটক করি।
এসময় তাকে জিজ্ঞাসাবাদ করলে জানায়- ওয়ার্ড শ্রমিক লীগ সভাপতি সুমন ঢালীর নির্দেশে সে যুবদলের পরিচয়ে দোকান দখল করতে আসছিল। এসময় সে সবার কাছে ক্ষমা প্রার্থনা করে। পরে তাকে থানায় সোপর্দ করা হয়।