নতুন করে মামলা ও গ্রেফতারের হিড়িক
রফিক মৃধা, দিনকাল
প্রকাশ: ১০:২৩ পিএম, ৯ নভেম্বর,
বুধবার,২০২২ | আপডেট: ০১:২৭ এএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
সারাদেশে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে নতুন করে মিথ্যা মামলা ও গ্রেফতারের হিড়িক চলছে। পুলিশ ও আওয়ামী লীগ নেতাদের মামলায় আসামি করা হয়েছে হাজার হাজার নেতাকর্মীকে। এসব মামলায় বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। অনেককে আবার পুরনো মামলায়ও গ্রেফতার করা হয়েছে। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি, অসনীয় দ্রব্যমূল্য, লাগাতাল লোডশেডিং, দুর্নীতি, দুঃশাসন, লুটপাট, হামলা-মামলা, গুম, হত্যা, জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার দাবিতে বিভাগীয় সমাবেশ করছে বিএনপি। প্রতিটি সমাবেশের আগে-পরে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়ে গ্রেফতার করা হচ্ছে। এদিকে ৬ নভেম্বর রাজধানীর গুলশানের বাসা থেকে মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহম্মেদকে গ্রেফতার করে র্যাব। গতকাল বুধবার ২ দিনের রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল বুধবার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার এসআই আশরাফুল আলম সংশ্লিষ্ট থানায় করা ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় সুলতানা আহম্মেদকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। গত ৬ নভেম্বর রাজধানীর পল্টন থানায় মামলাটি করেন গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল হামিদ।
জামিনে থাকা মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্যসচিব কামরুজ্জামান রতন গতকাল বুধবার নিম্ন আদালতে হাজিরা দিতে গেলে তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া যুবদলের সাবেক সহ-সভাপতি আলী আকবর চুন্নুকে গত মঙ্গলবার রাজধানীর মোহাম্মদপুরে তার ব্যক্তিগত অফিস থেকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যায়। এদিকে স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি রফিক হাওলাদার এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক কমিশনার হারুন- উর রশীদ হারুনকে গ্রেফতার করেছে পুলিশ।
সিলেটে বিএনপির ২ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে আ’লীগের মামলা : সিলেটে বিএনপির ২ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে গত মঙ্গলবার রাতে সিলেট নগরীর কোতোয়ালি থানায় অজ্ঞাতনামা ২০০-২৫০ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন সিলেট মহানগর আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট জাহিদ সরোয়ার সবুজ। হামলার ঘটনায় রবিবার ও সোমবার ৪ জনকে ৫৪ ধারায় আটক করে পুলিশ। পরে তাদের এ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- ইশতিয়াক আহমদ রাজু, বদরুল ইসলাম নজরুল, মিলাদ আহমদ ও রাজীব আহমদ।
কিশোরগঞ্জে বিএনপির ৭০ নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা : কিশোরগঞ্জে বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের মিছিলে পুলিশের লাঠিচার্জ ও গুলিবর্ষণের বিপরীতে বিএনপি নেতাকর্মীদের ইট-পাটকেল নিক্ষেপের ঘটনায় ১৯ জনের নাম উল্লেখ করে সন্ত্রাস দমন আইনে ৭০ জনের নামে মামলা হয়েছে। গত মঙ্গলবার কিশোরগঞ্জ সদর মডেল থানার থানার উপ-পরিদর্শক অনীক কুমার সাহা মামলাটি করেন। মামলার আসামিরা হলেন- জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবু নাসের সুমন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল, সাংগঠনিক সম্পাদক মো. ইসরাঈল মিয়া, জেলা বিএনপির সহ-সভাপতি রেজাউল করিম খান চুন্নুর গাড়িচালক সাইদুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক তারিকুজ্জামান পার্নেল, জেলা ছাত্রদলের সভাপতি মারুফ মিয়া, সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ নেভিন, যুগ্ম-সাধারণ সম্পাদক রাফিউজ্জামান নৌশাদসহ ১৯ জন।
খুলনায় সমাবেশের পর বিএনপি নেতাকর্মীদের নামে মামলার হিড়িক : খুলনায় বিভাগীয় সমাবেশের পর দিন থেকে বিএনপি নেতাকর্মীদের নামে মামলার হিড়িক পড়েছে। ২২ অক্টোবর সমাবেশের দিন ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুরের অভিযোগে বিএনপির আরও ২০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। রবিবার (৬ অক্টোবর) বিকেলে ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক কাজী মোবাশ্বের বাদী হয়ে মামলাটি করেন। এর আগে শনিবার রাতে ১৭০ জনের নামে মামলা হয়। দায়েরকৃত মামলার এজাহারে দৌলতপুর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল হক নান্নু, সাবেক সাংগঠনিক সম্পাদক মুর্শিদ কামাল, মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি কাজী নেহিমুল ইসলাম, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক ইমাম হোসেন, আড়ংঘাটা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মতলেবুর রহমান মিতুলসহ ৫৯ নেতাকর্মী এবং অজ্ঞাতপরিচয়সহ ১৫০ থেকে ২০০ জনকে আসামি করার কথা বলা হয়।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী ফ্যাসিস্ট সরকারের পতনের লক্ষ্যে চলমান গণ-আন্দোলনকে নস্যাৎ করার জন্যই বিএনপি নেতাকর্মী ও জনগণকে ভীত-সন্ত্রস্ত করতেই গুম ও গ্রেফতারের হিড়িক শুরু করেছে। এরই ধারাবাহিকতায় মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্যসচিব কামরুজ্জামান রতনের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ, যুবদলের সাবেক সহ-সভাপতি আলী আকবর চুন্নুকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়াসহ স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি রফিক হাওলাদার এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক কমিশনার হারুন-উর রশীদ হারুনকে গ্রেফতার করেছে পুলিশ।