বিয়ে-তালাক রেজিস্ট্রেশন কেন ডিজিটাল নয়, রুল হাইকোর্টের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:২৭ এএম, ২৪ মার্চ,
বুধবার,২০২১ | আপডেট: ০৯:৫৩ এএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
প্রতারণার হাত থেকে রেহাই পেতে বিয়ে ও তালাক রেজিস্ট্রেশন প্রক্রিয়া কেন ডিজিটালাইজ করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
আজ মঙ্গলবার ক্রিকেটার নাসির হোসাইনের স্ত্রী তামিমা সুলতানা তাম্মির সাবেক স্বামী রাকিব হাসানের বিয়ে ও তালাক রেজিস্ট্রেশন প্রক্রিয়া ডিজিটাল করার নির্দেশনা চেয়ে করা রিটের শুনানি শেষে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও মো. কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
এদিন আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ইশরাত জাহান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার নওরোজ মো. রাসেল। এর আগে গত ৪ মার্চ তামিমার সাবেক স্বামী রাকিব হাসান এবং তিন ব্যক্তি ও সংগঠন এ সংক্রান্ত রিট দায়ের করেন। রিটকারী অন্যরা হলেন- সোহাগ হোসেন, কামরুল হাসান ও এইড ফর ম্যান ফাউন্ডেশন। রিটে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব ও ধর্ম মন্ত্রণালয়ের সচিব ও বিটিআরসির চেয়ারম্যানকে বিবাদী করা হয়। রিটে বিয়ে ও তালাক সংক্রান্ত বিষয়ে প্রতারণার হাত থেকে বাঁচিয়ে সম্মান রক্ষা ও পারিবারিক জীবন বাঁচাতে বিয়ে ও তালাক রেজিস্ট্রেশন ডিজিটাল করতে কেন নির্দেশ দেয়া হবে না, এই মর্মে রুল জারির আর্জি জানানো হয়। গত ২২ ফেব্রুয়ারি প্রতারণার হাত থেকে বাঁচতে বিয়ে ও ডির্ভোস রেজিস্ট্রেশন ডিজিটালাইজেশন করার নির্দেশনা চেয়ে লিগ্যাল নোটিশ পাঠানো হয়। ক্রিকেটার নাসিরের সদ্য বিবাহিত স্ত্রী তামিমা সুলতানা তাম্মির সাবেক স্বামী রাকিব হাসানসহ তিন ব্যক্তি একটি সংগঠনের পক্ষে একটি নোটিশ পাঠানো হয়।
নোটিশে উল্লেখ করা হয়, বিয়ে ও ডির্ভোস রেজিস্ট্রেশন আইনগত বিধান থাকলেও তা ডিজিটাল না করার ফলে অসংখ্য প্রতারণার ঘটনা ঘটেছে। এ ছাড়া, বিয়ে গোপন রেখে ডির্ভোস না দিয়ে বিয়ে করার ঘটনা অনেক ঘটতে যাচ্ছে। এর ফলে সন্তানের পিতৃ-পরিচয় নিয়েও জটিলতা দেখা যাচ্ছে। বিয়ে সংক্রান্ত অপরাধ বেড়ে অসংখ্য মামলার জন্ম নিচ্ছে। তাই বিয়ে ও ডির্ভোস রেজিস্ট্রেশন ডিজিটাল হওয়া একান্ত আবশ্যক। বিয়ে ও ডির্ভোস ডিজিটালাইজেশন করলে তার জাতীয় পরিচয়পত্র নম্বর দিয়ে সার্চ করলেই সব তথ্য বেরিয়ে আসবে। এতে প্রতারণার হাত থেকে অসংখ্য মানুষ রক্ষা পাবে। ক্রিকেটার নাসির হোসেন এবং তামিমা সুলতানা তাম্মির বিয়ে নিয়ে সম্প্রতি দেশজুড়ে ব্যাপক তোলপাড় চলছে। গত মাসের ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে তামিমাকে বিয়ে করেন নাসির। বিয়ের পর প্রথম স্বামী রাকিব হোসেন তামিমা ও নাসিরের বিরুদ্ধে মামলা করেছেন। মামলায় অভিযোগ আনা হয়েছে, প্রথম স্বামী বর্তমান থাকতে এবং তাকে তালাক না দিয়ে দ্বিতীয় বিয়ে করেছেন তামিমা। আর নাসিরের বিরুদ্ধে অন্যের স্ত্রীকে বিয়ে করার অভিযোগ আনা হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে।