আগামীকাল করোনার টিকা নিচ্ছেন রাষ্ট্রপতি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৪০ এএম, ১০ মার্চ,
বুধবার,২০২১ | আপডেট: ০৬:০৯ এএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
আগামীকাল বুধবার বিকাল ৫টায় বঙ্গভবনে রাষ্ট্রপতিতে টিকা দেয়া হবে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্রপতির প্রেস সেক্রেটারি জয়নাল আবেদীন সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৭ জানুয়ারি করোনার টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন করেন। ৭ ফেব্রæয়ারি থেকে দেশব্যাপী গণটিকাদান কর্মসূচি শুরু হয়।
গত ৪ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনার টিকার প্রথম ডোজ নিয়েছেন। এর আগে প্রধানমন্ত্রীর ছোটবোন শেখ রেহেনাসহ বিশিষ্ট নাগরিকদের অনেকেই টিকা নিয়েছেন। দেশে অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত কোভিশিল্ড টিকা দেয়া হচ্ছে, যা উৎপাদন করছে ভারতের সেরাম ইনস্টিটিউট। প্রত্যেককে টিকার দুটি ডোজ নিতে হবে। দেশে এখন প্রথম ডোজের টিকার প্রয়োগ চলছে। দুই মাস পর দ্বিতীয় ডোজ দেয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।