রাজনীতিতে গুণগতমান চান রাষ্ট্রপতি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:০২ এএম, ২৯ ডিসেম্বর,
বুধবার,২০২১ | আপডেট: ০৭:৫০ পিএম, ১৬ নভেম্বর,শনিবার,২০২৪
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সঙ্গে সংলাপে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ বলেছেন, রাজনীতি হচ্ছে জনগণের কল্যাণের জন্য। রাজনীতিতে গুণগতমান নিশ্চিত করা না গেলে ভবিষ্যতে রাজনীতিবিদদের জন্য রাজনীতি করা কঠিন হয়ে পড়বে। জনগণের কল্যাণে যে রাজনীতি, তার গুণগতমান নিশ্চিত করতে বললেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। একই সঙ্গে তিনি বলেন, অন্যথায় রাজনীতিবিদদের জন্য রাজনীতি করা কঠিন হয়ে পড়বে। নির্বাচন কমিশন (ইসি) গঠন নিয়ে আজ মঙ্গলবার বিকেলে বঙ্গভবনের দরবার হলে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় তিনি এসব কথা বলেন। দলের সভাপতি রাশেদ খান মেননের নেতৃত্বে ৭ সদস্যের একটি প্রতিনিধিদল এই সংলাপে অংশ নেয়। প্রতিনিধিদলকে বঙ্গভবনে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, রাজনীতি হচ্ছে জনগণের কল্যাণের জন্য। রাজনীতিতে গুণগতমান নিশ্চিত করা না গেলে ভবিষ্যতে রাজনীতিবিদদের জন্য রাজনীতি করা কঠিন হয়ে যাবে। এ জন্য রাজনৈতিক দলগুলোকে তৃণমূল পর্যায়ে সঠিক জনমত গড়ে তোলার আহ্বান জানিয়েছেন আবদুল হামিদ।
ইসি গঠনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার উদ্যোগ নেয়ায় রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানায় ওয়ার্কার্স পার্টি। সংলাপে দলটি ইসি গঠনে রাষ্ট্রপতির কাছে ছয় দফা প্রস্তাব পেশ করে। প্রতিনিধিদলটি বলেছে, নির্বাচন কমিশন যাতে সম্পূর্ণ নিয়ন্ত্রণমুক্ত ও স্বাধীনভাবে কাজ করতে পারে সে বিষয়টি নিশ্চিত করা জরুরি। আগামী বছরের শুরুতেই জরুরি ভিত্তিতে নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়নেরও প্রস্তাব দিয়েছেন ওয়ার্কার্স পার্টির নেতারা। এছাড়া নির্বাচন কমিশনকে নির্বাচনি আইনগুলোর যথাযথ প্রয়োগ নিশ্চিত করার ব্যাপারেও মতামত রেখেছে দলটি। কমিশন গঠনে সুশীল সমাজের প্রতিনিধিদের মতামত গ্রহণেরও প্রস্তাব দিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। আলোচনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন এবং সচিব (সংযুক্ত) ওয়াহিদুল ইসলাম খান।