নতুন বছরের শুরুতেই বই পাবে শিক্ষার্থীরা : শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৩৩ পিএম, ৬ নভেম্বর,শনিবার,২০২১ | আপডেট: ০৭:২৪ পিএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
নতুন বছরের শুরুতেই শিক্ষার্থীদের নতুন বই সময়মতো পাওয়া যাবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।
আজ শনিবার (৬ নভেম্বর) দুপুরে চাঁদপুর শহরের বাবুরহাট এলাকায় সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
তিনি বলেন, সম্প্রতি পাঠ্যবইয়ে ভুল নিয়ে একটি মামলা দায়ের করা হয়েছে। ভুলগুলো যেমন ছিল সেগুলো একেবারে শুধরে ফেলা কোন সমস্যার বিষয় না। যিনি মামলা করেছেন তিনি হয়তো একগুচ্ছ শব্দের কথা বলেছেন যেগুলো শুদ্ধ করা উচিত ছিল। তবে যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো যে একেবারেই ভুল তা নয়। কিন্তু তারপরেও যদি সংশোধনের সুযোগ থাকলে অবশ্যই সেগুলো সংশোধন করা হবে।
মন্ত্রী বলেন, করোনা পরিস্থিতিতে অনেক চাপের মধ্যে আমাদের বইগুলো তৈরি করতে হয়। তারপরও আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। যেন নতুন বইতে কোনো ভুলভ্রান্তি না থাকে। এরপরও যদি কোথাও বা কোন জায়গায় অনিচ্ছাকৃত কোন ভুল থেকে যায় তাহলে সেগুলো অবশ্যই সংশোধন করা হবে।
নির্বাচনের বিষয়ে দীপু মনি বলেন, নির্বাচনের বিষয়ে বিএনপির সবসময়ই একটি নেতিবাচক বিষয় থাকে। দ্বিচারিতা তাদের চরিত্রের অংশ। বিএনপির সবসময়ই মুখে এক কথা বলে এবং কাজে অন্য কিছু করে। এটি নতুন কিছু নয়। দেশে একটি নির্বাচন কমিশন রয়েছে এবং সেটি স্বাধীন। স্বাধীন এই নির্বাচন কমিশনের অধীনে যেভাবে নির্বাচন হওয়ার কথা ঠিক সেভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ।