পীরগঞ্জে ভিডিও কনফারেন্সে সলিড ওয়েস্ট ল্যান্ডফিলের উদ্বোধন করলেন স্পিকার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:১০ পিএম, ২৪ জুন,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ১০:০৪ এএম, ৭ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
জাতীয় সংসদের স্পিকার ও রংপুর-৬ পীরগঞ্জ আসনের এমপি ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে সর্ব ক্ষেত্রে হচ্ছে উন্নয়ন। আন যার সুফল পাচ্ছে দেশের সাধারন মানুষ।
আজ বৃহস্পতিবার রংপুরের পীরগঞ্জে প্রজাপাড়া টালিমেশিন মৃৎশিল্প সমবায় সমিতি ও সুপেয় পানীয় জলের সমস্যা সমাধানের লক্ষ্যে বিভিন্ন ইউনিয়নে ২২টি আয়রন ট্রিটমেন্ট প্লান্ট ও পীরগঞ্জ পৌরসভায় পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থার উন্নতিকরণ প্রকল্পের আওতায় নির্মিত সলিড ওয়েস্ট ল্যান্ডফিল এর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালে সংযুক্ত হয়ে প্রধান অতিথীর বক্তব্যে স্পিকার এ কথাগুলি বলেন। এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে পীরগঞ্জ অডিটরিয়ামে এক উদ্ধোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরোদা রাণী রায় এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নুর মোহাম্মদ মন্ডল, উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড. আজিজুল রহমান রাঙ্গা, ভাইস চেয়ারম্যান শফিউর রহমান মন্ডল মিলন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীম, সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দীন ভূঞা জনী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, সমাজসেবা কর্মকর্তা আরিফুল রহমান, মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম, স্বাস্থ্য কর্মকর্তা রুহুল আমিন বুলেট, পৌর আওয়ামী লীগের সভাপতি হাইফুজ্জামান ফুল, সম্পাদক আশিয়ার রহমান মাষ্টার উপজেলা আ’লীগের সহ সভাপতি মোনায়েম হোসেন সরকার মানু, প্রমূখ।
স্পীকার তার বক্তব্যে আরও বলেন-মৃৎশিল্পের উন্নয়নেও সরকার বেশ কিছু পদক্ষেপ গ্রহন করেছেন। তাদের উন্নয়নে সরকার প্রশিক্ষনের ব্যবস্থা গ্রহন করেছে। এতে মৃৎশিল্পের সঙ্গে জড়িতদের দক্ষতা বৃদ্ধি পাবে।
পীরগঞ্জের উন্নয়ন প্রসঙ্গে স্পিকার বলেন সারা দেশের ন্যায় পীরগঞ্জেও ব্যপক উন্নয়ন চলছে এবং এ ধারা অব্যাহত থাকবে। ইতিমধ্যে ভেন্ডাবাড়ীতে মহিলা প্রশিক্ষন কেন্দ্র, উপজেলা সদরে যুব প্রশিক্ষন কেন্দ্র এবং ১ হাজার আসন বিশিষ্ঠ মাল্টিমিডিয়া অডিটোরিয়াম নির্মানের উদ্দ্যেগ গ্রহন করা হয়েছে।