কাশ্মীর লিগে বাধা, ভারতের বিপক্ষে ব্যবস্থা নেবে পাকিস্তান
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০১:০৫ এএম, ২ আগস্ট,সোমবার,২০২১ | আপডেট: ০৩:৩৫ এএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
শুক্রবার (৬ আগস্ট) থেকে শুরু হচ্ছে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের প্রথম ক্রিকেট টুর্নামেন্ট কাশ্মীর প্রিমিয়ার লিগ (কেপিএল)। যেখানে খেলার কথা ছিল ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার ছয়জন বিদেশি ক্রিকেটারের। কিন্তু এতে বাধা দিচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এরই মধ্যে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ডকে রীতিমতো হুমকি দিয়ে তাদের খেলোয়াড়দের কেপিএলে না যেতে দেয়ার কথা বলেছে বিসিসিআই। যে কারণে এখন স্থানীয় খেলোয়াড়দের দিয়ে সেই বিদেশিদের জায়গা পূরণ করতে হবে। বিসিসিআইয়ের এমন কর্মকান্ড মোটেও ভালো চোখে দেখছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সাফ জানিয়ে দিয়েছে, ভারতের বিপক্ষে যথাযথ ব্যবস্থা নেবে তারা। শনিবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে এ বিষয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে পিসিবি। বিবৃতিতে তারা জানিয়েছে, পিসিবি মনে করে বিভিন্ন ক্রিকেট বোর্ডকে তাদের অবসরপ্রাপ্ত খেলোয়াড়দের আটকানোর জন্য জোর করা এবং পরবর্তীতে ক্রিকেট সম্পর্কিত কোনো কাজের জন্য ভারতের প্রবেশের অনুমতি না দেয়ার হুমকির মাধ্যমে খেলাটির সৌন্দর্য নষ্ট করেছে বিসিসিআই। বিসিসিআইয়ের এমন কর্মকান্ড অগ্রহণযোগ্য এবং ক্রিকেটের স্পিরিটের পরিপন্থী। যা ভবিষ্যতের জন্য ভয়াবহ উদাহরণ তৈরি করছে। যা অগ্রাহ্য বা উপেক্ষা করার কোনো সুযোগ নেই। পিসিবি এ বিষয়টি আইসিসি ফোরামে তুলবে এবং নিয়ম অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেবে।
উল্লেখ্য, কেপিএলের জন্য নিবন্ধিত ছয় খেলোয়াড় হলেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক তিলকারাত্নে দিলশান, দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা ব্যাটসম্যান হার্শেল গিবস, ইংল্যান্ডের ম্যাট প্রায়র, মন্টি প্যানেল, ফিল মাস্টার্ড ও ওয়াইজ শাহ। টুর্নামেন্টের ছয় দলে খেলবেন এ ছয় বিদেশি ক্রিকেটার। তবে মুজাফফরবাদ টাইগারসের মালিক আরশাদ খান তানোলি জানিয়েছেন, পুরো টুর্নামেন্টেই খেলবেন তাদের দলের লঙ্কান তারকা তিলকারাতেœ দিলশান। এ সিদ্ধান্তের মাধ্যমে বিসিসিআই ও ভারতকে চপেটাঘাত করেছেন দিলশান- এমনটাই বলেছেন তানোলি। কেপিএলের ছয় দল হলো ওভারসিজ ওয়ারিয়র্স, মুজাফফরবাদ টাইগার্স, রাওয়ালকোট হকস, বাঘ স্ট্যালিয়নস, মিরপুর রয়্যালস এবং কোটলি লায়নস। এ ছয় দলের অধিনায়ক যথাক্রমে ইমাদ ওয়াসিম, মোহাম্মদ হাফিজ, শহিদ আফ্রিদি, শাদাব খান, শোয়েব মালিক ও কামরান আকমল। প্রতিটি দলের পাঁচ জন করে কাশ্মীরের খেলোয়াড় থাকবে। ২০২০ সালের ডিসেম্বরে কাশ্মীরের পার্লামেন্টারি স্পেশাল কমিটির চেয়ারম্যান শেহরিয়ার খান কেপিএলের ঘোষণা দেন। আজাদ কাশ্মীরের প্রেসিডেন্ট মাসুদ খানকে কেপিএলের চিফ প্যাট্রন করা হয়েছে। পাকিস্তানের সাবেক পেসার ওয়াসিম আকরাম এই লিগে প্রতিষ্ঠা সহ-সভাপতি এবং তারকা অলরাউন্ডার শহিদ আফ্রিদি রয়েছেন শুভেচ্ছাদূত হিসেবে। টুর্নামেন্টের সবগুলো ম্যাচ হবে ১৮ হাজার ধারণক্ষমতাসম্পন্ন মুজাফফরবাদ ক্রিকেট স্টেডিয়ামে।