চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আইসিসির জরুরি সভা : নির্ধারণ হবে ভাগ্য
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৭:৫৮ পিএম, ২৩ নভেম্বর,শনিবার,২০২৪ | আপডেট: ১০:০৩ পিএম, ২৩ নভেম্বর,শনিবার,২০২৪
চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে বিসিসিআই এবং পিসিবির স্নায়ুযুদ্ধ চলছে, এখনও সমাধানে পৌছাতে পারেনি আইসিসি। পাকিস্তানে গিয়ে খেলতে সরাসরি না করে ভারত, তাদের থেকে জানানো হয় ম্যাচ যেন নিউট্রাল ভেন্যুতে আয়োজন করা হয়। বিসিসিআইয়ের হাইব্রিড মডেল আবার না করে দিয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ পাকিস্তান। এমন পরিস্থিতিতে সিদ্ধান্তে পৌঁছাতে এই সপ্তাহে জরুরি সভা বসতে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এমনটিই জানাচ্ছে ক্রিকেইনফোর এক প্রতিবেদনে।
জরুরি ওই সভাতেই সিদ্ধান্ত হবে টুর্নামেন্টটির জন্য আবারও হাইব্রিড মডেল অনুসরণ করা হবে কিনা। সেক্ষেত্রে ম্যাচগুলো পাকিস্তান ও বিদেশি ভেন্যুতে ভাগ করে আয়োজিত হবে। বিদেশি সেই ভেন্যুর নাম পরে চূড়ান্ত করা হবে। আইসিসির এক মুখপাত্রের সূত্রে খবর, আনুষ্ঠানিকভাবে এমনকিছু এখনও নিশ্চিত হয়নি। এটাও নিশ্চিত হওয়া যায়নি কয়টি বোর্ডকে সভার ব্যাপারে জানানো হয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডও (পিসিবি) এ ব্যাপারে কোনো তথ্য পায়নি।
বর্তমান অনিশ্চয়তায় টুর্নামেন্টের আনুষ্ঠানিক সূচি আইসিসি এখনও চূড়ান্ত করতে পারেনি। অতি স¤প্রতি পাকিস্তান ক্রিকেট বোর্ড চেয়ারম্যান মোহসিন নাকভি আশাবাদ প্রকাশ করেছিলেন। বলেছিলেন, টুর্নামেন্টটি পাকিস্তানে অনুষ্ঠিত হবে- এই ব্যাপারে তিনি ইতিবাচক। নাকভি আবার পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রী। বলেছেন, প্রয়োজনে ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গেও আলোচনা করে সমস্যা দূর করতে রাজি তিনি।
আইসিসির বোর্ডে সাধারণত ১২টি পূর্ণ সদস্য দেশের প্রতিনিধি থাকে। সহযোগী দেশ থেকে থাকে তিনজন। তাছাড়া একজন স্বাধীন পরিচালক, আইসিসি চেয়ারম্যান ও প্রধান নির্বাহী অংশ নিয়ে থাকেন।
এই পরিস্থিতি জটিল হয়ে পড়ায় আইসিসি সংশ্লিষ্ট পক্ষদের সাথে সক্রিয়ভাবে যুক্ত হয়েছে সম্ভাব্য সমাধান খুঁজে বের করার জন্য। টুর্নামেন্টের আয়োজনের জন্য একটি হাইব্রিড মডেল চালু করার সম্ভাবনাও আলোচনা করা হচ্ছে, যা বিশ্বজুড়ে ক্রিকেট ভক্তদের আশ্বস্ত করার উদ্দেশ্যে। ফলে এই জরুরি সভার তথ্যের ভিত্তিতে ক্রিকেটের অন্যতম মর্যাদাপূর্ণ টুর্নামেন্টের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে।
বড়সড় অঘটন না ঘটলে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের ম্যাচ দেয়া হতে পারে সংযুক্ত আরব আমিরাতে। পাকিস্তান বোর্ড রাজি না হলেও আইসিসির পক্ষে ভারতকে ছাড়া প্রতিযোগিতা আয়োজন করাও সহজ কাজ নয়। তাই হাইব্রিড মডেলেই এই প্রতিযোগিতা আয়োজন করতে পারে আইসিসি।