ভূমিকম্পে কেঁপে উঠল ভারতের আসাম রাজ্য
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৭:০৬ পিএম, ১২ ফেব্রুয়ারী,রবিবার,২০২৩ | আপডেট: ০৭:৪৫ এএম, ৮ অক্টোবর,মঙ্গলবার,২০২৪
ভূমিকম্পে কেঁপে উঠল ভারতের আসাম রাজ্য।
আজ রবিবার স্থানীয় সময় বিকাল ৪টা ১৮ মিনিটে রাজ্যের নগাঁও জেলায় এ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.০। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) এ তথ্য নিশ্চত করেছে।
এনসিএস জানায়, ভারতীয় সময় বিকেল চারটা ১৮ মিনিটের দিকে আসামের ওই এলাকায় ভূমিকম্প হয়। এসময় এটির গভীরতা ছিল ১০ কিলোমিটার। তাছাড়া চলতি মাসের শুরুর দিকে মনিপুরের উখরুল এলাকায় একই মাত্রার ভূমিকম্প আঘাত হানে।
সাত দশমিক আট মাত্রার শক্তিশালী ভূমিকম্পে সিরিয়া ও তুরস্ক যখন বিধ্বস্ত তখন ভারত থেকে এ ধরনের খবর পাওয়া গেলো। সোমবার তুরস্ক-সিরিয়ায় সাত দশমিক আট মাত্রার ওই বিধ্বংসী ভূমিকম্প আঘাত হনে।
তুরস্ক ও সিরিয়ার সীমান্ত অঞ্চলে ভয়াবহ ভূমিকম্পের ছয়দিনের মাথায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০ হাজারের কাছাকাছি। বিভিন্ন দেশ থেকে উদ্ধার কাজে যোগ দিয়েছেন কয়েক হাজার সদস্য। এখনো প্রাণপণ উদ্ধারকাজ চালাচ্ছেন তারা।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া।