ঈদের দিনেও সৌদিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:৫৮ পিএম, ১৪ মে,শুক্রবার,২০২১ | আপডেট: ১২:৩৫ এএম, ১২ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
পবিত্র ঈদুল ফিতরের দিন সৌদি আরবে ১২টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। তবে হুথির ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহতের দাবি করেছে সৌদি জোট।
গতকাল বৃহস্পতিবার সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকো, নাজরান বিমানবন্দরসহ বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় হুথি।
এ বিষয়ে আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদির বিমান বাহিনী আটটি ড্রোন ও তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা প্রতিরোধ করেছে। তবে সৌদির কোন কোন স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে তা জানায়নি সৌদি জোট।
প্রসঙ্গত, ২০১৫ সালে ইয়েমেনের গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট। রাজধানী সানা দখলে নেওয়া হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে তারা।
সূত্র: আরব নিউজ ও রয়টার্স।