খুলনা সমাবেশে যাওয়ার সময় দৌলতপুরের বিএনপি নেতাকর্মীদের ওপর লীগের হামলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:০৮ পিএম, ৪ ফেব্রুয়ারী,শনিবার,২০২৩ | আপডেট: ০৫:২৩ এএম, ৭ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
কুষ্টিয়ার দৌলতপুর থানা বিএনপির সভাপতি, সাবেক এমপি, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ রেজা আহম্মেদ বাচ্চু মোল্লার নেতৃত্বে আজ শনিবার দৌলতপুর থেকে বাস-মাইক্রোবাস ১৫টি গাড়িতে বিএনপি নেতাকর্মীদের নিয়ে খুলনায় বিএনপির বিভাগীয় সমাবেশে যোগদানের উদ্দেশ্যে যাওয়ার সময় যশোরসহ বিভিন্নস্থানে পথে পথে আওয়ামী লীগ ও যুবলীগের সন্ত্রাসীরা গাড়িবহর থামিয়ে হামলা চালিয়ে থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান আলহাজ মো. বিল্লাল হোসেন, সাবেক চেয়ারম্যান বিএনপির সভাপতি মো. সিরাজুল ইসলাম, হোগলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সেক্রেটারি মো. আমজাদ হোসেন, থানা যুবদলের সাবেক সভাপতি মো. আতাউর রহমান।
প্রগাপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আকবর আলী, যুবদলের নেতা আকিজ আহম্মেদ লিটন জোয়াদ্দার, মাসুম, মো. কর্নেল, মো. মাসুদ, এখলাস উদ্দিন, ইনজাল হোসেন, সুমন, মো. হাসান আলী, মো. মোকাব্বর আমিন, মো. শাজাহান আলী, সুমন আলীসহ বিএনপির অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী রক্তাক্ত জখম হয়ে চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে যুবদলের নেতা আকিজ আহম্মেদের অবস্থা আশংকাজনক। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন খুলনার বিভাগীয় সমাবেশে যোগদান করে দৌলতপুর থানা বিএনপির সভাপতি, সাবেক এমপি আলহাজ রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা।