ফরিদপুরে বিএনপির গণঅবস্থানে হেলমেট বাহিনীর হামলা, ককটেল বিস্ফোরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৩০ পিএম, ১১ জানুয়ারী,
বুধবার,২০২৩ | আপডেট: ০২:৪৯ এএম, ১৬ নভেম্বর,শনিবার,২০২৪
ফরিদপুরে বিএনপির গণঅবস্থান কর্মসূচিতে হামলা চালিয়েছে হেলমেট বাহিনী। ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীরা হেলমেট পরে এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।
আজ বুধবার (১১ জানুয়ারি) বেলা ১১টার দিকে শহরের অম্বিকা ময়দানে এই গণঅবস্থান কর্মসূচি শুরুর প্রায় দেড় ঘণ্টা পর মঞ্চে বক্তব্য চলাকালে উত্তর দিকে শহীদ সূফি সড়কে এসে হেলমেট বাহিনীর সদস্যরা প্রথমে একটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এরপর ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। তবে ককটেলের শব্দে প্রথমে হতচকিয়ে গেলেও দ্রুতই ঘুরে দাড়িয়ে পাল্টা প্রতিরোধ করে বিএনপি। এসময় কিছুক্ষণ উভয়পক্ষের ইটপাটকেল নিক্ষেপের পর হামলাকারী হেলমেট বাহিনী পালিয়ে যায়।
এসময় সড়কে যত্রতত্র ইটের টুকরো পড়ে থাকতে দেখা যায়। পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পথচারীরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন।
এসম অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল সুমন রঞ্জন করের নেতৃত্বে পুলিশের একটি দল চৌরঙ্গী মোড়ের পূর্বদিকের মুখে অবস্থানে ছিল।
এদিকে হেলমেট বাহিনী পালিয়ে যাওয়ার পর চৌরঙ্গী মোড়ের পূর্বদিকের সড়কে পুলিশের ব্যারিকেডের পেছন প্রান্ত হতে ককটেল বিস্ফোরণ ঘটায়।
রিপোর্ট লেখা পর্যন্ত উত্তেজনা চলছিল। বিএনপি নেতাকর্মীরা গণঅবস্থান কর্মসূচি স্থলে পুনরায় সমবেত হয়ে স্লোগান দিচ্ছিল।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল সুমন রঞ্জন কর বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের পক্ষ থেকে ৪০ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করা হয়েছে।