জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য হল পাকিস্তান
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৯:০৫ পিএম, ১ জানুয়ারী,
বুধবার,২০২৫ | আপডেট: ১১:৩৩ এএম, ৪ জানুয়ারী,শনিবার,২০২৫
১ জানুয়ারি, ২০২৫ থেকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের (UNSC) অস্থায়ী সদস্য হিসাবে তার দুই বছরের মেয়াদ শুরু করলো পাকিস্তান।
নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসাবে পাঁচটি দেশকে বেছে নিয়েছে জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলো। মোট ১৮২টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছে ভারতের প্রতিবেশী দেশ।
পাকিস্তান ছাড়াও নির্বাচিত হয়েছে সোমালিয়া, ডেনমার্ক, গ্রিস এবং পানামা। ২০২৫ জানুয়ারি থেকে ২০২৬ ডিসেম্বর পর্যন্ত নিরাপত্তা পরিষদের সদস্য থাকবে এই দেশগুলো।
আন্তর্জাতিক নিরাপত্তা-সহ অন্যান্য নানা বিষয়ে আলোচনায় অংশ নিতে পারবে তারা। UNSC ১৫ সদস্য নিয়ে গঠিত: পাঁচটি স্থায়ী সদস্য-চীন, ফ্রান্স, রাশিয়ান ফেডারেশন, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র-এবং সাধারণ পরিষদ দ্বারা দুই বছরের মেয়াদের জন্য নির্বাচিত দশটি অস্থায়ী সদস্য। বর্তমান অস্থায়ী সদস্য এবং তাদের মেয়াদ শেষের বছরগুলি হল: আলজেরিয়া (২০২৫), ডেনমার্ক (২০২৬), গ্রিস (২০২৬), গায়ানা (২০২৫), পাকিস্তান (২০২৬), পানামা (২০২৬), কোরিয়া প্রজাতন্ত্র (২০২৫) ), সিয়েরা লিওন (২০২৫), স্লোভেনিয়া (২০২৫), এবং সোমালিয়া (২০২৬)।