ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদন
লন্ডনে টিউলিপকে ফ্ল্যাট দিয়েছেন বাংলাদেশি ব্যবসায়ী আবদুল মোতালিফ
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১০:৩৭ এএম, ৪ জানুয়ারী,শনিবার,২০২৫ | আপডেট: ০৩:১৭ পিএম, ৬ জানুয়ারী,সোমবার,২০২৫
টিউলিপ সিদ্দিক লন্ডনে বাংলাদেশি এক ব্যবসায়ীর কাছ থেকে বিনা মূল্যে ফ্ল্যাট নিয়েছেন বলে খবর দিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস।
বাংলাদেশের এই ব্যবসায়ীর নাম আবদুল মোতালিফ।
বিনামূল্যে ফ্ল্যাট হস্তান্তরের প্রমাণ মিলেছে যুক্তরাজ্যের ভূমি নিবন্ধনসংক্রান্ত নথিপত্রে।
টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বিনামূল্যে পাওয়া ওই ফ্ল্যাট লন্ডনের কিংস ক্রস এলাকার কাছে অবস্থিত।
২০০৪ সালে ফ্ল্যাটটি টিউলিপকে দেয়া হয়।
একই ভবনের একটি ফ্ল্যাট গত আগস্ট প্রায় ১০ কোটি টাকায় বিক্রি হয়েছে।
বাংলাদেশে বিভিন্ন প্রকল্পে প্রায় ৮০ হাজার কোটি টাকার অনিয়ম-দুর্নীতির অভিযোগে টিউলিপ, শেখ হাসিনা, শেখ রেহানা ও সজীব ওয়াজেদের বিরুদ্ধে অনুসন্ধান করছে দুদক।
টিউলিপের একজন মুখপাত্র বলেছেন, টিউলিপের ওই ফ্ল্যাট পাওয়া বা অন্য কোনো সম্পত্তি অর্জনের সঙ্গে আওয়ামী লীগের সংশ্লিষ্টতার খবর 'ভুল'।