যুক্তরাষ্ট্রে গাড়ি চাপায় নিহত ১০
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৭:২৮ পিএম, ১ জানুয়ারী,
বুধবার,২০২৫ | আপডেট: ০৯:৩৭ পিএম, ৩ জানুয়ারী,শুক্রবার,২০২৫
যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের নিউ অরলিন্স শহরের একটি জনপ্রিয় পর্যটন এলাকায় মানুষের ভিড়ের মধ্যে গাড়ি উঠিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় অন্তত ১০ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছেন।
নিউ অরলিন্সের জরুরি পরিস্থিতি প্রস্তুতি প্রোগ্রাম নোলা রেডি বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, অষ্টম ডিস্ট্রিক্টে এখন বহু হতাহতের একটি ঘটনা সামলানো হচ্ছে। একটি গাড়ির মাধ্যমে এ ঘটনা ঘটেছে। গাড়িটি ক্যানাল অ্যান্ড বুরবোন স্ট্রিটে বড় একটি জনসমাগমের মধ্যে উঠিয়ে দেওয়া হয়েছে। ৩০ জন আহত হয়েছেন এবং ১০ জনের প্রাণহানি ঘটেছে।