ড. ইউনূসকে বিশেষ সম্মাননা দেবে অলিম্পিক কর্তৃপক্ষ
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০২:০৬ এএম, ১৬ জুলাই,শুক্রবার,২০২১ | আপডেট: ০৫:৫২ এএম, ৪ অক্টোবর,শুক্রবার,২০২৪
আর মাত্র কয়েকদিন পরেই পর্দা উঠবে টোকিও অলিম্পিকের। সেখানে বাংলাদেশের জন্য কেউ স্বর্ণ কিংবা রৌপ্য জিততে না পারলেও একটি পুরস্কার ঠিকই বাংলাদেশের জন্য বরাদ্দ থাকবে। ড. মুহাম্মদ ইউনূসকে বিশেষ সম্মননা প্রদান করবে অলিম্পিক কর্তৃপক্ষ। ‘দ্য গেটেস্ট শো অন আর্থ’ খ্যাত অলিম্পিকে সাংস্কৃতিক, শিক্ষা ও শান্তিতে প্রচেষ্টার স্বীকৃতি ও ক্রীড়াঙ্গনের উন্নতির জন্য ২০১৬ সাল থেকে বিশেষ পুরস্কারের ব্যবস্থা রাখা হয়। এই পুরস্কারকে বলা হয় অলিম্পিক লরেল। ২০১৬ রিও অলিম্পিকে প্রথমবারের মতো এই পুরস্কার দেওয়া হয় কেনিয়ার সাবেক অলিম্পিয়ান কিপ কাইনোকে। নিজের দেশে শিশুদের জন্য ঘর, স্কুল ও অ্যাথলেটিক ট্রেনিং সেন্টার খোলায় এই স্বীকৃতি দেওয়া হয় তাকে। আর এইবার অলিম্পিক লরেল পুরস্কার ড. ইউনূসকে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। দরিদ্রতা বিমোচনে অগ্রণী ভূমিকা পালনের জন্যই এই অনন্য সম্মননা পাবেন তিনি। একই কারণে ২০০৬ সালে শান্তিতে নোবেল পুরস্কারও পেয়েছিলেন এই বাংলাদেশি।