রাজশাহীতে প্রধানমন্ত্রীর সমাবেশে বিভিন্ন জেলা থেকে লোক নিতে ১২টি বিশেষ ট্রেন
শরিফুল হাসান, দিনকাল
প্রকাশ: ০৯:৫৯ পিএম, ২৪ জানুয়ারী,মঙ্গলবার,২০২৩ | আপডেট: ০৫:৫৪ এএম, ২৩ নভেম্বর,শনিবার,২০২৪
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দীর্ঘ পাঁচ বছর পর রাজনৈতিক কোনো সফরে আগামী ২৯ জানুয়ারি রাজশাহীতে যাচ্ছেন। ওই দিন তিনি রাজশাহী মাদ্রাসা মাঠে জনসভায় ভাষণ দেবেন। এই সমাবেশকে সামনে রেখে রাজশাহী অভিমুখে আগামী রবিবার (২৯ জানুয়ারি) ১২টি বিশেষ ট্রেন চলবে বলে জানা গেছে।
এই ১২টি বিশেষ ট্রেনে আনা-নেয়া করা হবে দেশের বিভিন্ন অঞ্চলের নেতাকর্মীদের। দলীয় সভাপতি ও সরকার প্রধানকে বরণ করে নিতে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। প্রতিদিনই প্রস্তুতি সভা করছেন স্থানীয় নেতারা। তাই নতুন বছরের শুরুতেই ব্যস্ত সময় পার করছেন রাজশাহী মহানগর, জেলা, উপজেলা, থানা ও ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত নেতারা। সমাবেশে প্রায় ৭ লাখ মানুষের সমাগমের প্রত্যাশা করছে আওয়ামী লীগ।
স্থানীয় আওয়ামী লীগ নেতারা বলছেন, দলীয় প্রধানের আগমনী বার্তায় পুরো রাজশাহী জুড়েই নেতাকর্মীদের মধ্যে বিপুল উৎসাহ ও উদ্দীপনা দেখা দিয়েছে। শুধু রাজশাহীতেই নয়, এই বিভাগের আশপাশের জেলাগুলোতেও এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনী উৎসবের আমেজ বিরাজ করছে। কারণ এটি আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনের পর প্রথম কোনো নির্বাচনি সমাবেশ। এর আগে ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি রাজশাহীর এই ঐতিহাসিক মাদরাসা ময়দানেই জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শেখ হাসিনা উপস্থিত জনতার কাছে আওয়ামী লীগের জন্য ভোট চেয়েছিলেন।
১২ রুটে চলবে ১২টি ট্রেন
জয়পুরহাট থেকে রাজশাহী, কোচ সংখ্যা ১০ ও যাত্রী সংখ্যা ২৫শ থেকে ৩ হাজার
নাটোর থেকে রাজশাহী, কোচ সংখ্যা ১০ ও যাত্রী সংখ্যা ২৫শ থেকে ৩ হাজার
সিরাজগঞ্জ থেকে রাজশাহী, কোচ সংখ্যা ৮ ও যাত্রী সংখ্যা ২ হাজার থেকে ২৫শ
রহনপুর থেকে রাজশাহী, কোচ সংখ্যা ৮ ও যাত্রী সংখ্যা ২৫শ থেকে ৩ হাজার
চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী, কোচ সংখ্যা ৬ ও যাত্রী সংখ্যা ২ হাজার থেকে ২৫শ
সান্তাহার থেকে রাজশাহী, কোচ সংখ্যা ৬ ও যাত্রী সংখ্যা ২ হাজার থেকে ২৫শ
আড়ানি থেকে রাজশাহী, কোচ সংখ্যা ১০ ও যাত্রী সংখ্যা ২৫শ থেকে ৩ হাজার
পার্বতীপুর থেকে রাজশাহী, কোচ সংখ্যা ৫ ও যাত্রী সংখ্যা ১৫শ থেকে ২ হাজার
ঢালারচর থেকে রাজশাহী, কোচ সংখ্যা ৫ ও যাত্রী সংখ্যা ১৫শ থেকে ২ হাজার
টুঙ্গিপাড়া থেকে রাজশাহী, কোচ সংখ্যা ৭ ও যাত্রী সংখ্যা ২ হাজার থেকে ২৫শ
খুলনা থেকে রাজশাহী, কোচ সংখ্যা ৯ ও যাত্রী সংখ্যা ২ হাজার থেকে ২৫শ
ঢাকা থেকে রাজশাহী, কোচ সংখ্যা ১৩ ও যাত্রী সংখ্যা ২৫শ থেকে ৩ হাজার
এছাড়াও জানা যায়, সড়ক পথে নানা বাহনে বিপুল সংখ্যক নেতাকর্মীর সমাবেশ ঘটবে।