জামালপুরে পুলিশের বিশেষ অভিযানে বিএনপির ১৭২ জন গ্রেপ্তার, ৪০৬ জনের নামে মামলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৫৪ পিএম, ১ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৬:৩৬ পিএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
জামালপুরে পুলিশের বিশেষ অভিযানে বিএনপির নেতাকর্মীসহ ১৭২ জনকে আটক করেছে পুলিশ। গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে নাশকতার চেষ্টা ও বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত আসামীদের গ্রেপ্তার করা হয়।
আজ বৃহস্পতিবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
জামালপুরের পুলিশ সুপার নাসির উদ্দিন আহমেদ জানান, নাশকতার চেষ্টা ও ওয়ারেন্টভুক্ত আসামীসহ বিভিন্ন মামলায় সারা জেলায় পুলিশের বিশেষ অভিযানে বিএনপির নেতাকর্মীহ ১৭২ জনকে আটক করা হয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে আজ দুপুরে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এদিকে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের বিভিন্ন স্থানে নাশকতা চেষ্টার অভিযোগে বিএনপির ১২ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
জামালপুর জেলা বিএনপির দপ্তর সম্পাদক মো: গোলাম রব্বানী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জামালপুর সদর উপজেলায় ১৭জন,মেলান্দহ উপজেলায় ৫জন, ইসলামপুর উপজেলায় ৩জন, মাদারগঞ্জ উপজেলায় ৩জন, সরিষাবাড়ি উপজেলায় ৭জন,দেওয়ানগঞ্জ উপজেলায় ৪জন ও বকশিগঞ্জ উপজেলায় ৮জন বিএনপি নেতা কর্মিকে গ্রেফতার করেছে এবং ৪০৬জনের নামে মামলা দায়ের করেছে পুলিশ।
এ ঘটনায় বিএনপির কেন্দ্রিয় নেতা মোস্তাফিজুর রহমান বাবুল মামলা দায়ের ও গ্রেফতারের তীব্র নিন্দা করে অবিলম্বে গ্রেফতারকৃতদের মুক্তির দাবি করেছেন।