নয়া স্ট্রেইনের আতঙ্ক
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০২:৫৩ এএম, ১৪ মার্চ,রবিবার,২০২১ | আপডেট: ০১:৫১ এএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
ফের বিশ্বের দরবারে করোনার বাড়বাড়ন্ত। নতুন স্ট্রেইনের কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে বলেই খবর। ফের লকডাউনের পথে হাঁটতে চলেছে ইতালি। ওয়াশিংটন পোস্টের খবর অনুসারে, জার্মানিতে ইতিমধ্যেই শুরু হয়েছে তৃতীয় ঢেউয়ের সংক্রমণ।
জার্মানির চ্যান্সেলর মার্কেল ইতিমধ্যেই এ বিষয়ে আশঙ্কা প্রকাশ করেছেন। তার ধারণাই সত্যি হল। সোমবার থেকে রাজধানী রোম থেকে শুরু করে মিলান সর্বত্রই শুরু হচ্ছে নিষেধাজ্ঞা। দেশজুড়ে লকডাউন হওয়ার আগে এটা প্রাথমিক প্রস্তুতি বলে মনে করা হচ্ছে।
ইস্টারের সময় গোটা দেশ ঘরবন্দি হয়ে থাকবে বলেই পরিকল্পনা করছে সরকার। দৈনিক সংক্রমণ ইতিমধ্যেই ২৫ হাজারের গন্ডি ছাড়িয়েছে। মানুষের মনে ফের নতুন করে ফিরছে আতঙ্ক। বিশ্বের নিরিখি ইতালিতে করোনা প্রচুর বাড়বাড়ন্তের কথা কারও অজানা নয়। প্রচুর মানুষ প্রাণ হারান সেখানে। ফের যেন সেই আতঙ্কই ফিরছে সেখানে।
অন্যদিকে জার্মানির স্বাস্থ্য বিভাগের কর্তা জানিয়েছেন, শুরু হয়েছে তৃতীয় সংক্রমণের ঢেউ। জোরকদমে চলছে টিকাকরণের কাজও। তবে ভাইরাস এখনও হারিয়ে যায়নি। তবে দ্রæত টিকাকরণের ওপর জোর দেয়া হচ্ছে বলেও জানিয়েছে সেখানকার প্রশাসন। তবে শুধু এই দুটি দেশ নয়, নতুন স্ট্রেইনের আতঙ্ক ছড়িয়েছে ইউরোপের বিভিন্ন দেশেও।
আমেরিকার অবস্থা তুলনামূলকভাবে ভাল হলেও সামান্যতম ঢিলেমি ফের বাড়িয়ে দিতে পারে সংক্রমণের গ্রাফ। প্রতিটি দেশ ইতিমধ্যেই করোনার নিয়মাবলিতে জোর দিয়েছে। তবে গাছাড়া মনোভাব হলেই ফের সংক্রমণ বাড়বে বলে সকলের মত। শুধু দ্রুত টিকাকরণই নয়, দরকার সকলের সচেতনতা।