নালিতাবাড়ীতে ভুল টিকা দেওয়ায় শিশু অসুস্থ হওয়ার তদন্ত টিম গঠন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৫৯ পিএম, ২১ সেপ্টেম্বর,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০৭:৫০ এএম, ১৯ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার যোগানিয়া ইউনিয়নের স্বাস্থ্য সহকারী সুইটি আক্তার বিরুদ্ধে পাঁচ মাস বয়সী তাজনিয়ান হোসেন সানি নামের এক শিশু সন্তানের শরীরে ভুল টিকা দেওয়ার অভিযোগ উঠেছে।
গত রোববার (১৯ সেপ্টেম্বর) শিশুর পিতা সফিকুল ইসলাম শেরপুর জেলা সিভিল সার্জনের নিকট লিখিত অভিযোগ করেন।
লিখিত অভিযোগে জানা যায়, উপজেলার যোগানিয়া ইউনিয়নের টিকাদান কেন্দ্রে গত ২ আগষ্ট বাথুয়ারকান্দা গ্রামের দরিদ্র রিক্সাচালক সফিকুল ইসলামের শিশু সন্তান তাজনিয়ান হোসেন সানিকে তৃতীয় ডোজ (আইপিভি) টিকা প্রয়োগ করেন স্বাস্থ্য সহাকারী সুইটি আক্তার। টিকাটি ডান পায়ের হাটুর উপড়ের অংশের মাংসে সঠিকভাবে প্রয়োগ না করায় কয়েকদিন পর শিশুটির টিকা প্রয়োগস্থানে একটি ফোঁসকা দেখা দেয় এবং লাল বর্ণ ধারন করে ফুলে উঠে।
বিষয়টির ব্যাপারে পরিবার হতে স্বাস্থ্য সহকারী সুইটির নিকট জানাতে গেলে সে শিশুটিকে দেখে বলেন কোন কিছুই হবে না। এমনিতেই সেরে যাবে। কিছুদিনপর শিশুটির ওই স্থানে অসহ্য যন্ত্রনা ও ফুলা দেখা দেওয়ায় শিশুটি অতিরিক্ত কান্নাকাটি শুরু করে। এরপর আবারো স্বাস্থ্য সহকারী সুইটি আক্তারকে জানাতে গেলে সে শিশুটিকে আর দেখিনি। কোন পরামর্শও প্রদান করেননি বলে জানান শিশুর পিতা সফিকুল। এমতাবস্থায় গত ১৩ সেপ্টেম্বর শেরপুর একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করে শিশুটির চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাচ্ছে শিশুটির মা-বাবা।
টিকাদানকারী যোগানিয়া ইউনিয়নের স্বাস্থ্য সহকারী সুইটি আক্তার বলেন, আমি সঠিক ভাবেই টিকা দিয়েছি ওই শিশু অসুস্থ হয়েছে অন্য কারনে।
নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তৌফিক আহামেদ বলেন, এ ঘটনায় তদন্ত কমিটি করা হয়েছে আগামী তিন কর্মদিবসের মধ্যে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
শেরপুর জেলা সিভিল সার্জন ডাঃ একেএম আনোয়ারুর রউফ বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত রিপোর্ট পেলে ব্যবস্থা নেওয়া হবে।