দেশে করোনায় আরও ৫৮ জনের মৃত্যু, শনাক্ত- ২৫৮৮
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৫৬ পিএম, ৯ সেপ্টেম্বর,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০২:১০ এএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
দেশে একদিনে করোনায় আরও ৫৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ২৬ হাজার ৭৯৪ জনে। নতুন করে শনাক্ত হয়েছেন ২ হাজার ৫৮৮ জন। সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১৫ লাখ ২৪ হাজার ৮৯০ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৮ দশমিক ৭৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৬১৭ জন এবং এখন পর্যন্ত ১৪ লাখ ৬৮হাজার ২১১ জন সুস্থ হয়ে উঠেছেন।
আজ বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরও জানানো হয়, দেশে ৮০০টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ২৯ হাজার ৪৯৫টি নমুনা সংগ্রহ এবং ২৯ হাজার ৫৪১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৯১ লাখ ৭৫ হাজার ৯১২ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৫৮ জনের মধ্যে পুরুষ ৩৫ জন এবং নারী ২৩ জন। তাদের নিয়ে দেশে মোট পুরুষ মারা গেছেন ১৭ হাজার ২৯৪ জন এবং নারী ৯ হাজার ৫০০ জন।
তাদের মধ্যে বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ১০০ বছরের উপরে ১ জন, ৯০ থেকে ১০০ বছরের রয়েছেন ১ জন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ৬ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৭ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১৬ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৬ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৭ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ২ জন, ১১ থেকে ২০ বছরের ২ জন রয়েছেন।
মারা যাওয়া ৫৮ জনের মধ্যে ঢাকা বিভাগে ২২ জন, চট্টগ্রাম বিভাগে ১৯ জন, রাজশাহী বিভাগে ৩ জন, খুলনা বিভাগে ৫ জন, সিলেট বিভাগে ৮ জন, রংপুর বিভাগে ১ জন। তাদের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন ৫০ জন এবং বেসরকারি হাসপাতালে ৮ জন।