দেশে করোনায় আরও ৮৯ জনের মৃত্যু, শনাক্ত- ৩৯৪৮
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:২০ পিএম, ২৯ আগস্ট,রবিবার,২০২১ | আপডেট: ০২:১০ এএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
দেশে একদিনে করোনায় আরও ৮৯ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ২৬ হাজার ১৫ জনে। নতুন করে শনাক্ত হয়েছেন ৩ হাজার ৯৪৮ জন। সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১৪ লাখ ৯৩ হাজার ৫৩৭ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৪ দশমিক ১৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ৪৬৬ জন এবং এখন পর্যন্ত ১৪ লাখ ১৫ হাজার ৬৯৭ জন সুস্থ হয়ে উঠেছেন।
আজ রবিবার (২৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরও জানানো হয়, দেশে ৭৮৯ টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ২৭ হাজার ১৭৭টি নমুনা সংগ্রহ এবং ২৭ হাজার ৯২১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৮৮ লাখ ৬৯ হাজার ৩৯৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
মারা যাওয়া ৮৯ জনের মধ্যে ঢাকা বিভাগে ২৭ জন, চট্টগ্রাম বিভাগে ২১ জন, রাজশাহী বিভাগে ৭ জন, খুলনা বিভাগে ৯ জন, বরিশাল বিভাগে ৮ জন, সিলেট বিভাগে ১০ জন, রংপুর বিভাগে ৫ জন এবং ময়মনসিংহ বিভাগে রয়েছেন ২ জন।
তাদের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন ৬৯ জন, বেসরকারি হাসপাতালে ১৮ জন এবং বাসায় ২ জন মারা গেছেন।