সিলেটে আবারও ভূমিকম্প অনুভূত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:০১ পিএম, ৩০ মে,রবিবার,২০২১ | আপডেট: ১১:৪৭ এএম, ১৯ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
সিলেটে আবারও মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।
আজ রবিবার (৩০ মে) ভোর ৪টা ৩৫ মিনিটে এ কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কত মাত্রা ছিলো এখনো জানা যায়নি।
এর আগে গতকাল শনিবার দফায় দফায় ভূমিকম্প হয় সিলেটে। জানা গেছে, সিলেটের জৈন্তা অঞ্চলেই ভূমিকম্পের উৎপত্তিস্থল। সরকারি হিসাবে শনিবার সকাল থেকে অন্তত চারবার ভূকম্পন অনুভূত হয়।
সিলেটের জেলা প্রশাসক কাজী এমদুদুল হক জানিয়েছিলেন, গতকাল শনিবার বেলা ২টা পর্যন্ত চারবার সিলেটে ভূমিকম্প হয়েছে।
সিলেটের আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী জানান, সাধারণত বড় কোনো ভূমিকম্পের আগে বা পরে এমন দফায় দফায় মৃদু কম্পন হতে পারে। তবে আশার কথা সিলেটের ভেতরে কোনো ফাটল নেই। যদিও মিয়ানমার ও ডাউকী এলাকায় ফাটল রয়েছে।
তিনি জানান, শনিবার সকাল ১০টা ৩৬ মিনিটে ৩ মাত্রার, ১০টা ৫০ মিনিটে ৪ দশমিক ১ মাত্রা, ১১টা ৩০ মিনিটে ২ দশমিক ৮ মাত্রা ও বেলা ১টা ৫৮ মিনিটে ৪ মাত্রার ভূমিকম্পে সমগ্র সিলেট কেঁপে ওঠে।
সিলেটে একই দিন পাঁচ-সাত বার ভূমিকম্প হয়েছে এমন খবর প্রচার হওয়া সম্পর্কে এই আবহাওয়াবিদ বলেন, ‘রিখটার স্কেলে ২ মাত্রার নিচে ভূমিকম্প হলে আমরা তা হিসাবে নেই না। তবে নগরের একাধিক বাসিন্দা বলেছেন-তারা সাত বার ভূকম্পন টের পেয়েছেন।’