বরগুনায় সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:১০ পিএম, ২৮ মে,শুক্রবার,২০২১ | আপডেট: ১১:১০ পিএম, ১৮ নভেম্বর,সোমবার,২০২৪
বরগুনায় মটর সাইকেল ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার (২৮ মে) সকাল ১১ টায় বরগুনা টু ঢাকা রুটে সদর উপজেলার ফুলঝুরি ইউনিয়ন পরিষদের সামনে ঘটনাটি ঘটে।
নিহত ব্যবসায়ীর নাম মোঃ মোস্তাফিজুর রহমান-৩৫। তার বাড়ী আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের টেপুরা গ্রামে। সূত্রে জানা যায়, মৃত ব্যক্তি মোস্তাফিজুর রহমান সিএসটি ও ম্যাক্সিস টায়ারের বরিশাল বিভাগীয় ডিলার।
কাজের সুবাদে পার্টির কাছে অর্ডার ও টাকা কালেকশনের জন্য প্রতিদিনের মত সকাল বেলা মটর সাইকেলযোগে আমতলী থেকে বরগুনা হয়ে বেতাগী উপজেলার চান্দখালী বাজারে তিনি রওনা হন।
খাঁনবাড়ী এলাকায় ফুলঝুরি ইউনিয়নের সামনে তিনি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরএফএল এর একটি কাভার্ড ভ্যানের সাথে তার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরন করেন।
খবর পেয়ে বরগুনা সদর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মৃত ব্যক্তিকে উদ্ধার করেন, এবং কাভার্ড ভ্যানটিকে আটক করে থানায় নিয়ে যান। এ ঘটনায় কাভার্ড ভ্যান চালক ওই স্থান থেকে পালিয়ে যায়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম খাঁন বলেন, আমাদের মোবাইল টিম নিয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।