"ইয়াস" পরবর্তী বরিশালের বিভিন্ন জেলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৩৬ পিএম, ২৭ মে,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০৬:০৬ পিএম, ৯ নভেম্বর,শনিবার,২০২৪
ঘূর্ণিঝড় ইয়াস'র প্রভাবে ক্ষতির মাঝে সামান্য অর্জনও আছে বরিশালের পটুয়াখালীতে। বিভাগের বিভিন্ন জেলায় অনেক পয়েন্টে বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে গেছে। বেশি ক্ষতি হয়েছে ভোলা, বরগুনা ও পটুয়াখালী জেলায়।
পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা এসকল ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। সাগরের পানি বৃদ্ধির কারনে বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে গেছে। ঐসব এলাকায় ফসলের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। ৪-৫ ফুট উচুতে পানি ওঠে যাওয়ায় এসব এলাকার জমির ফসল,ঘেরের মাছ নষ্ট হয়ে গেছে।
ভোলার ৩৫গ্রাম প্লাবিত হয়ে পুকুর, মাছের ঘের সহ ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। বরগুনার নিম্নাঞ্চল পানিতে তলিয়ে গেছে। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান ও উপজেলা নির্বাহী অফিসার সামিয়া শারমিন। শুকনো খাবার বিতরণ করে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে ক্ষতিগ্রস্ত বাঁধ পুণঃনির্মানের আশ্বাস দেন তারা।
পটুয়াখালী জেলার বাউফলে কৃষকদের উৎপাদিত ফসল, শাকসবজি, মাছের ঘের পানিতে তলিয়ে গেলেও কলাপাড়া উপজেলায় খুশির বার্তা নিয়ে এসেছে নবজাতক শিশু বেল্লাল। লালুয়া ইউনিয়নের চান্দুপাড়া গ্রামের নুর আলম শরীফের স্ত্রী সানজিদা (২২)'র বুধবার সকালে চান্দুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জন্ম দেন বেল্লালকে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে স্বাস্থ্যকর্মিদের সহায়তায় ইয়াস মোকাবেলার সময় জন্ম নেওয়া শিশু দূর্যোগে আলোচনায় আসে।
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ও গাড়ুরিয়া ইউনিয়নে জলোচ্ছ্বাসের পানিতে ২ শিশুর মৃত্যুর ঘটনায় শোকের জন্ম দিয়েছে এলাকায়।
পটুয়াখালীর বাউফল, আমতলী ও তালতলীর ২৬ গ্রাম ঘূর্ণিঝড় ইয়াস'র জলোচ্ছ্বাসে প্লাবিত হয়েছে। পিরোজপুরের কাউখালিতে ২৮ গ্রাম প্লাবিত হয়েছে ইয়াস'র প্রভাবে। উপজেলার ৫টি ইউনিয়ন, ৩টি ফেরির গ্যাংওয়ে পানিতে তলিয়ে গেছে।
এছাড়াও ভোলায় ৩৫টি গ্রাম প্লাবিত হয়েছে ইয়াস'র প্রভাবে। পুকুর, মাছের ঘের, ফসলি জমি পানিতে তলিয়ে যাবার কারনে কৃষকের অনেক ক্ষতি হয়েছে। বরিশাল বিভাগের বিভিন্ন জেলায় ৮৮টি বেড়িবাঁধ এর ৩হাজার ২৮৩কিলোমিটার এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে।