কাপাসিয়ায় ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস ও হৃদরোগে আক্রান্ত রোগীদের মাঝে চেক বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:২৪ পিএম, ২৬ মে,
বুধবার,২০২১ | আপডেট: ০৩:৩৪ পিএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
গাজীপুরের কাপাসিয়ায় সমাজসেবা অফিসের আয়োজনে উপজেলার ১১টি ইউনিয়নের ২৪ জন রোগীর চিকিৎসা সহায়তায় ১২ লাখ টাকা চেক বিতরণ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (২৫ মে) দুপুরে উপজেলার পরিষদ সভা কক্ষে আনুষ্ঠানিক ভাবে চেক বিতরণ অনুষ্ঠানে অডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি।
উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ ইসমত আরা’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মোঃ আমানত হোসেন খান রোগীদের পরিবারের হাতে সহায়তার চেক হস্তান্তর করেন।
এ সময় জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক এস এম আনোয়ারুল করিম, সহকারী পরিচালক এটিএম তৌহিদুজ্জামান, উপজেলা সমাজ সেবা অফিসার নিলুফা আকতার, সন্মানিয়া ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন মাষ্টার প্রমূখ উপস্থিত ছিলেন ।
প্রধান অতিথি রিমি এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসহায় মানুষের কথা বিবেচনা করে তাদের চিকিৎসার খরচ হিসেবে এ টাকা ব্যবস্থা করেছেন। করোনা মুক্ত থাকার জন্য স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানান।
অনুষ্ঠানে অসহায় ক্যান্সার আক্রান্ত রোগী আজিম উদ্দিন, রফিকুল ইসলাম ও নূর জাহান প্রত্যেকে ৫০ হাজার টাকার চেক পেয়ে অনেক খুশি হন।