সিরাজগঞ্জে মৃত স্ত্রীকে হাসপাতালে রেখেই পালালো স্বামী, পরে আটক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৪৯ পিএম, ২৫ মে,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০৩:১১ পিএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
বিষপানে নিহত স্ত্রীর মরদেহ হাসপাতালে রেখেই পালিয়ে গেলেন স্বামী। এর কয়েক ঘণ্টা পর অভিযান চালিয়ে অন্য একটি বাড়ি থেকে স্বামী ফারুক হোসেনকে (৪০) আটক করেছে পুলিশ।
গতকাল সোমবার (২৪) সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে কাজলী বেগম (৩৫) নামে এক গৃহবধূর মরদেহ রেখে পালিয়ে যান তার স্বামী ফারুক হোসেন।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হুদা জানান, ফারুক হোসেন তার মৃত স্ত্রীকে হাসপাতালে রেখে পালিয়ে যায়।
খবর পেয়ে তার বাড়িতে পুলিশ পাঠানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখান থেকেও পালিয়েছিলেন তিনি।
পরে পাশের একটি বাড়ি থেকে তাকে আটক করা হয়েছে। স্ত্রীর মরদেহ রেখে কেন হাসপাতাল থেকে পালিয়েছিলেন ফারুক সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এর আগে সোমবার সকালে অজ্ঞান অবস্থায় কাজলী বেগমকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন ফারুক হোসেন। দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করার পরই মরদেহ রেখে পালিয়ে যান ফারুক।
সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা ডা. শামিমুর রহমান জানান, ভর্তির সময়ে ওই নারী বিষপান করেছেন উল্লেখ করা হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।