রৌমারীতে ট্রাক্টরের চাপায় নিহত ১, আহত ৩
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:০১ পিএম, ২৫ মে,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০৮:৫৫ এএম, ১৭ নভেম্বর,রবিবার,২০২৪
কুড়িগ্রামের রৌমারীতে বালু বোঝাই ট্রাক্টরের চাপায় ১ জন নিহত ও ৩ জন গুরুতর আহত ঘটনা ঘটেছে।
গত রবিবার (২৪ মে) সকাল ৭ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের মির্জাপাড়া এলাকার রৌমারী-ঢাকা মহাসড়কে এ দূর্ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানায়, রৌমারী থেকে ছেড়ে আসা দুটি বালুবোঝাই ট্রাক্টর পাল্লা দিয়ে বেপরোয়া ভাবে আসছিল। একই সময়ে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি অটো ভ্যানকে ধাক্কা দিলে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশের গর্তে পড়ে যায় একটি ট্রাক্টর।
এতে ভ্যান চালকসহ ৩ জন গুরতর আহত হন এবং সাদেকুল হাসান (২৬) নামের এক যাত্রী নিহত হন। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা।
নিহত সাদেকুল উপজেলার চর শৌলমারী ইউনিয়নের চর ঘুঘুমারী গ্রামের নূর হোসেনের ছেলে। বর্তমানে তারা টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার হাটুভাঙা এলাকার বাসিন্দা।
আহতরা হলেন, উপজেলার বন্দবেড় ইউনিয়নের ফলুয়ারচর গ্রামের সাইদুল ইসলামের ছেলে সবুজ (১৩), যাদুরচর ইউনিয়নের যাদুরচর নতুন গ্রামের সৈয়দ আলীর ছেলে লাল মিয়া (৪০) ও রাজিবপুর উপজেলার বালিয়ামারী গ্রামের মৃত ওসমান গনির ছেলে লাল চাঁন (৫০)।
রৌমারী হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আব্দুর রাজ্জাক বলেন, নিহত সাদেকুলের মাথা থেথলে যাওয়ায় প্রচুর রক্তক্ষরণ হয়েছে ফলে হাসপাতালে ভর্তির পরই তিনি মারা যান। এ ঘটনায় গুরুতর আহত ২ ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং ১ জনকে হাসপাতালে রাখা হয়েছে।
এ বিষয়ে রৌমারী থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছের বিল্লাহ জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।