শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে জামালপুরে শিক্ষার্থীদের মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৩৬ পিএম, ২৪ মে,সোমবার,২০২১ | আপডেট: ১১:১৭ পিএম, ১৭ নভেম্বর,রবিবার,২০২৪
“শিক্ষা জাতির মেরুদন্ড” এই শ্লোগানকে সামনে রেখে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে জামালপুরে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা।
আজ সোমবার (২৪ মে) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জামালপুরের সকল শিক্ষার্থীবৃন্দের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধন থেকে বক্তারা বলেন, সারাদেশে সকল প্রতিষ্ঠান সরকার স্বাস্থ্যবিধি মেনে খোলার অনুমতি দিলেও শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখেছে।
তারা বলেন, স্কুল-কলেজ বন্ধ থাকায় শিক্ষার্থীরা লেখাপড়ায় মনোযোগ হারিয়ে ফেলছে। একই সাথে তারা মোবাইলের ইন্টারনেটে গেমসহ অন্যান্য কাজে আসক্ত হয়ে পড়ছে।
বক্তারা আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় সাধারণ শিক্ষার্থীরা আজ মানসিক রোগী হয়ে যাচ্ছে। অবিলম্বে সরকার স্বাস্থ্যবিধি মেনে সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার জন্য শিক্ষামন্ত্রী ও প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানান বক্তারা।
অন্যথায় শিক্ষার্থীরা রাস্তায় নামতে বাধ্য হবেন বলেও হুশিয়ারি উচ্চারন করেন তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষার্থী রাকিবুল হাসান, আবু সাঈদ পলাশ, ইখলাস হাসান, সাদিকুর রহমান প্রমুখ।