তানোরে গম ক্রয়ে অনিয়ম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৪৯ এএম, ২৩ মে,রবিবার,২০২১ | আপডেট: ০৫:২৯ পিএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
রাজশাহীর তানোরে এবারো দালাল-ফড়িয়া চক্রের দৌরাত্ম্যে গম চাষিরা সরাসরি সরকারি খাদ্য গুদামে (ক্রয়কেন্দ্র) গম বিক্রি করতে পারেনি। এবারো সরাসরি কৃষকের কাছে থেকে গম কেনার ঘোষণা দেয়া হলেও দালাল-ফড়িয়ারাই গম সরবরাহ করেছে। অধিকাংশক্ষেত্রে কৃষকেরা জানেই না গম সংগ্রহের কথা। এমনকি দালাল-ফড়িয়াদের কাছে থেকে গম সংগ্রহ প্রায় সম্পন্ন করে সংগ্রহ অভিযান উদ্বোধন করার অভিযোগ উঠেছে।
স্থানীয়রা জানান, গুদাম কর্মকর্তার নেপথ্যে মদদে দালাল-ফড়িয়া চক্র নিয়ন্ত্রণ করছে সংগ্রহ অভিয়ান। সরেজমিন অনুসন্ধান করলেই এসব অভিযোগের সত্যতা পাওয়া যাবে বলে একাধিক সুত্র নিশ্চিত করেছে।
জানা গেছে, তানোরে চলতি মৌসুমে গম প্রতি কেজি ২৮ টাকা দরে ৩৬৬ মেট্রিক টন গম কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।এদিকে এখন পর্যন্ত একজন কৃষকও সরাসরি খাদ্য গুদামে এক ছটাক গম সরবরাহ করতে পারেনি। অথচ গম ক্রয় প্রায় সম্পন্ন হতে চলেছে। এবিষয়ে তানোর সরকারি খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিএলএসডি) ওয়াহিদুল আলম এসব অভিযোগ অস্বীকার করে বলেন, কৃষকের কার্ড দেখে গম কেনা হচ্ছে। এবিষয়ে উপজেলা খাদ্যনিয়ন্ত্রক কর্মকর্তা (টিসিএফ) জাকির হোসেন বলেন, কারো বিরুদ্ধে সুনিদ্রিস্ট অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।