সীতাকুণ্ডে ট্রাক উল্টে নিহত ৩, আহত- ৪
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৩১ পিএম, ২২ মে,শনিবার,২০২১ | আপডেট: ০২:৪৯ এএম, ১৬ নভেম্বর,শনিবার,২০২৪
চট্টগ্রামের সীতাকুণ্ডে চাল বোঝাই ট্রাক উল্টে ৩ জন নিহতের ঘটনা ঘটেছে। একই ঘটনায় আহত হয়েছে আরো ৪ জন। নিহতরা হলেন নওগাঁ জেলার মো.কফিল উদ্দিনের পুত্র মোঃ আতিকুর রহমান (২৭), একই জেলার সাজ্জাদ হোসেনের পুত্র শরীফুল (৪৫) ও নবী হোসেন (৩০)।
আজ শনিবার (২২ মে) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলার শীতলপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলাধীন শীতলপুর এলাকায় অতিক্রমকালে রংপুর থেকে ছেড়ে আসা চাল বোঝাই একটি ট্রাক ঢাকা মেট্রো ট- ১৬-৫৫১২ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পার্শ্বে উল্টে গিয়ে ঘটনাস্থলে একজন মৃত্যুবরণ করেন এবং দুইজন গুরুতর আহত হয়ে পড়েন।
পরে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন। আহত ও নিহতরা সবাই ট্রাক বোঝাই চাউলের উপর বসে উত্তরবঙ্গ থেকে ঈদ শেষে কর্মস্থলে আসছিলেন।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এ.এস.আই আলাউদ্দিন বলেন, “শনিবার ভোরে উপজেলার শীতলপুর এলাকায় দুর্ঘটনার গুরুতর আহত ২ জনকে হাসপাতালে আনার পর কর্তব্যরত ডাক্তার ২ জনকে মৃত্ ঘোষণা করেন এবং শুনেছি একই ঘটনায় একজন ঘটনাস্থলে মারা গিয়াছে।”
সীতাকুণ্ডের বারআউলিয়া হাইওয়ে থানার এস.আই মোঃ আবুল হাচানাত ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,“ভোরে চাউল বোঝায় একটি ট্রাক শীতলপুর এলাকা অতিক্রমকালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ট্রাকে থাকা একজন ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন এবং অপর দুইজন চমেকে নেওয়ার পর কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। এই ঘটনায় আমরা ঘাতক ট্রাকটি উদ্ধার করে আটক রেখেছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।