মিতু হত্যাকাণ্ড, ডিভিশন পাচ্ছেন না বাবুল আক্তার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৪৩ এএম, ২২ মে,শনিবার,২০২১ | আপডেট: ০৩:৩৫ এএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
পুলিশের সাবেক এসপি বাবুল আক্তার কারাগারে ডিভিশন পাচ্ছেন না।
গতকাল বৃহস্পতিবার (২০ মে) সন্ধ্যায় বাবুল আক্তারের কাগজপত্র আদালতের মাধ্যমে কারাগারে পৌঁছে।
জানতে চাইলে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শফিকুল ইসলাম খান বলেন, সাবেক এসপি বাবুল আক্তারের পক্ষে কাগজপত্র পেয়েছি। এসব কাগজপত্র যাচাই বাছাই করেছি। বর্তমান প্রেক্ষাপটে কারা বিধিমতে বাবুল ডিভিশন পাবেন না। কেন না তিনি বর্তমানে এসপি পদে নেই। এছাড়া তিনি স্বাভাবিক নিয়মে অবসরেও যাননি।
কাগজপত্র পর্যালোচনায় দেখা যায়, তিনি চাকুরি থেকে ইস্তফা নিয়েছেন। এদিকে, কারা কর্তৃপক্ষ ১৮ মে এক দরখাস্তের মাধ্যমে আদালতকে জানান, ডিভিশন বিবেচনার জন্য বাবুলের পক্ষে চাকুরি বা তাঁর পদমর্যাদার কোন কাগজপত্র কারা কর্তৃপক্ষের কাছে নেই। এরপর বুধবার বাবুলের আইনজীবী সিনিয়র মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন মুরাদের আদালতে বাবুল আক্তারের পক্ষে কাগজপত্র দাখিল করেন। আদালতের মাধ্যমে কাগজপত্রগুলো বৃহস্পতিবার সন্ধ্যায় কারাগারে পৌঁছে।
এদিকে, বুধবার আদালতের আদেশে উল্লেখ করা হয়, কারাবিধি মোতাবেক বাবুল আক্তারের ডিভিশনের দরখাস্ত বিবেচনা করা হোক।
জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে কারাসূত্র জানায়, কারা বিধিমতে বাবুল ডিভিশন পান না। কারণ বাবুল আক্তার বর্তমানে পুলিশের এসপি পদে নেই। আবার তিনি স্বাভাবিক নিয়মে অবসরেও যাননি। তিনি পদ থেকে ইস্তফা নিয়েছেন।
অপরদিকে, এই ইস্তফার বিরুদ্ধে তিনি উচ্চ আদালতে রিট আবেদন দাখিল করেছেন। যা বর্তমানে বিচারাধীন রয়েছে। তাই আমরা তাঁকে কারা বিধিমতে ডিভিশন দিতে পারছি না। এক প্রশ্নের জবাবে কারাসূত্র বলেন, আদালত সরাসরি ডিভিশন দেয়ার নির্দেশ দিলে আমরা ডিভিশন দিতে বাধ্য।
জানতে চাইলে সিনিয়র আইনজীবী শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, কারাবিধিমতে বর্তমান পর্যায়ে বাবুল আক্তার ডিভিশন পান না। তিনি আরও বলেন, বাবুল আক্তার একটি হত্যা মামলার আসামি। আইনে বর্ণিত ন্যায়পরায়ণতার (ইকুইটি) ভিত্তিতেও তিনি বর্তমান পর্যায়ে ডিভিশন পাওয়ার উপযুক্ত নন।
আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এএইচএম জিয়াউদ্দিন বলেন, কারাবিধিমতে তিনি ডিভিশন পান না। তবে এব্যাপারে আদালতে প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপন করে সরাসরি ডিভিশনের আবেদন করা যায়।
বাবুল আক্তারের আইনজীবী মো. আরিফুর রহমান বলেন, আমরা ১৭ মে বাবুল আক্তারকে ডিভিশন দেয়ার জন্য আদালতে আবেদন করেছি। আদালত কারা কর্তৃপক্ষেকে কারা বিধিমতে ডিভিশনের ব্যাপারে ব্যবস্থা দেয়ার নির্দেশ দেন।
এরপর কারা কর্তৃপক্ষ আদালতকে লিখিতভাবে জানান, ডিভিশন দেয়ার স্বপক্ষে তাদের কাছে বাবুলের কাগজপত্র নেই। পরে আমরা আদালতের মাধ্যমে কাগজপত্র পাঠাই। এখন কাগজপত্র দাখিলের পর ডিভিশন দিতে না পারার বিষয়টি তাঁরা আদালতকে আগের মত অবহিত করবেন। এরপর আমরা ডিভিশনের সরাসরি আদেশ চেয়ে আদালতে আবেদন করব।
উল্লেখ্য, বাবুল আক্তারের ৫ দিনের রিমান্ড শেষে ১৭ মে ১৬৪ ধারার জবানবন্দির জন্য তাঁকে আদালতে হাজির করে পুলিশ। পরে জবানবন্দি দিতে রাজি না হওয়ায় তাঁকে কারাগারে পাঠানো হয়।