জামালপুরের ইসলামপুরে বজ্রপাতে ৬ কৃষকের মৃত্যুঃ আহত-৫
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৫৩ এএম, ২১ মে,শুক্রবার,২০২১ | আপডেট: ০৮:৩৬ এএম, ২৩ নভেম্বর,শনিবার,২০২৪
জামালপুর জেলার ইসলামপুর উপজেলায় ঝড়-বৃষ্টির সময় পাথর্শী, গাইবান্ধা, সাপধরী ও পলবান্ধা ইউনিয়নে বজ্রপাতে ৬ কৃষকের মৃত্যু হয়েছে।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজেদুর রহমান জানান,আজ বৃহস্পতিবার (২০ মে) বিকেলে ঝড়-বৃষ্টির সথে হঠাৎ বজ্রপাত শুরু হয়। বৃষ্টির মধ্যে মাঠে কাজ করার সময় বজ্রপাত ঘটলে পাথর্শী ইউনিয়নের জারুলতলা এলাকায় এনামুল (৩৫), কালা শেখ (৪৫), শাহ জামাল (৩৮), সাপধরী ইউনিয়নের প্রজাপতির চর এলাকার বিল্লাল, গাইবান্ধা ইউনিয়নের চন্দনপুর গ্রামের মফিজল হক (৫০), পলবান্ধা ইউনিয়নের দক্ষিণ বাটিকামারী গ্রামের জাবেদ আলী (৬৮) নামে ৬ কৃষক ঘটনাস্থলেই বজ্রপাতে মারা যান। এসময় ১ নারীসহ আহত হয় আরও ৫ জন । আহতদের ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।