বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ও মির্জা আব্বাসের ৬ মাসের জামিন মঞ্জুর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:২৫ পিএম, ৩ জানুয়ারী,মঙ্গলবার,২০২৩ | আপডেট: ০৫:২১ এএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট।
আজ মঙ্গলবার বিচারপতি মোঃ সেলিম ও বিচারপতি মোঃ রিয়াজ উদ্দীন খানের বেঞ্চ এ রায় দেন।
এর আগে জামিন চেয়ে আইনজীবীদের মাধ্যমে গতকাল হাইকোর্টে পৃথক দুটি আবেদন জমা দেন তারা। পরে আজ শুনানি শেষে আদালত ছয় মাসের জন্য তাদের জামিন দেন।
এর আগে চারবার মির্জা ফখরুল ও মির্জা আব্বাসের জামিন নামঞ্জুর করেন এ মামলায় সংশ্লিষ্ট নিম্ন আদালত।
নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে সংঘর্ষের ঘটনার পর গত ৮ ডিসেম্বর পল্টন মডেল থানায় মামলাটি করা হয়। সংঘর্ষে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হন।
ঘটনার পরদিন বিএনপি ও দলের অঙ্গ সংগঠনের প্রায় ৪৫০ নেতাকর্মীকে গ্রেফতার করে ঢাকার আদালতে হাজির করা হয়।
মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশের এক দিন আগে ৯ ডিসেম্বর ভোররাত ৩টার দিকে তাদের বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয় এবং ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিম তাদের জামিনের আবেদন নাকচ করলে কারাগারে পাঠানো হয়।
পুলিশের ওপর হামলায় দলীয় নেতাকর্মীদের উসকানি দেয়ার অভিযোগে বিএনপির এই দুই নেতাকে গ্রেফতার করা হয়।