২৭ বছর পালিয়ে থেকেও রক্ষা পেলনা লালপুরের সিদ্দিকুর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:১৮ পিএম, ২০ মে,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০১:৫২ পিএম, ১৭ নভেম্বর,রবিবার,২০২৪
২৭ বছর ধরে পালিয়ে থেকেও শেষ রক্ষা পেলনা নাটোরের লালপুর উপজেলার সিদ্দিকুর রহমান (৫০)। অবশেষে পুলিশের হাতে ধরা পড়তেই হলো এক বছরের সাজা প্রাপ্ত এই পলাতক আসামীকে।
গতকাল বুধবার (১৯ মে) দিবাগত রাতে সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানার ছোট চোহালি গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে লালপুর থানা পুলিশ। সে উপজেলার হবিতপুর গ্রামের পঞ্জু মোল্লার ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে লালপুর থানার এএসআই সেরাফত আলী ও তার সঙ্গীয় ফোর্স ওই গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
অপরদিকে লালপুর থানার ওসি (তদন্ত) আবু সিদ্দিক এর নেতৃত্বে এসআই হাসান তৌফিক, জামাল হোসেন ও এএসআই রানা মিয়া সহ পুলিশের একটি দল উপজেলার মোহরকয়া গ্রামে অভিযান চালিয়ে টিসিআর সাজার ওয়ারেন্ট ভুক্ত আসামী দায়রত হোসেনের ছেলে সাইদুর রহমান (৪৫) কে গ্রেফতার করে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে।